ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

রংপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে ডিভাইস ব্যবহার; পরীক্ষার্থী ও সহযোগী আটক

নিজস্ব সংবাদদাতা, রংপুর

প্রকাশিত: ২৩:৫৯, ২০ মে ২০২৫

রংপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে ডিভাইস ব্যবহার; পরীক্ষার্থী ও সহযোগী আটক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লিখিত পরীক্ষায় প্রযুক্তি ব্যবহার করে নকল করার অভিযোগে এক পরীক্ষার্থী ও তার সহযোগীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার ২০ মে রাত পৌনে নয়টায় জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। আটককৃতরা হলেন রংপুর সদর উপজেলার হরিদেবপুর এলাকার একাব্বর ইসলামের ছেলে নাঈম ইসলাম (১৯) এবং একই এলাকার পেয়ারুল ইসলামের ছেলে মো. হাসানুর ইসলাম (২২)।

জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, সকাল ১০টায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সময় ভাষা ভবনের দ্বিতীয় তলার ২০১৩ নম্বর কক্ষে পরীক্ষার্থী নাঈম ইসলাম পরীক্ষার নিয়ম ভঙ্গ করে গোপনে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে ইমো অ্যাপের মাধ্যমে তা পাঠিয়ে দেন কেন্দ্রের বাইরে অবস্থানরত তার বন্ধু হাসানুর ইসলামের কাছে। হাসানুর প্রশ্নের উত্তর তৈরি করে সেগুলোর ছবি ইমো অ্যাপের মাধ্যমে আবার নাঈমের কাছে পাঠিয়ে দেন। নাঈম মোবাইল ফোন লুকিয়ে রেখে সেসব দেখে উত্তরপত্রে লিখতে থাকেন।

বিষয়টি সেখানে দায়িত্বপ্রাপ্ত পরীক্ষকের চোখে ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদের পর নাঈম জানান, মূসা নামের আরও একজন বন্ধুর সহায়তায় তিনি অর্থের বিনিময়ে এই কাজ করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাসানুরকেও আটক করে ডিবি পুলিশ।

ঘটনায় জড়িত অপর অভিযুক্ত মূসাকে আটকের চেষ্টা চলছে। আটক দু’জনকে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি মারুফাত হুসাইনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা লিখিত পরীক্ষা পরিদর্শন করেন।

প্রসঙ্গত, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামী ২৯ মে ২০২৫ তারিখে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। 

আলীম

×