ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

পটিয়ায় পোষাক শিল্প কারখানা নিয়ন্ত্রণ নিতে সংঘর্ষঃ আহত-৩

বিকাশ চৌধুরী,নিজস্ব সংবাদদাতা,পটিয়া,চট্টগ্রাম

প্রকাশিত: ২৩:৫৮, ২০ মে ২০২৫

পটিয়ায় পোষাক শিল্প কারখানা নিয়ন্ত্রণ নিতে সংঘর্ষঃ আহত-৩

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় একটি পোষাক শিল্প কারখানাকে ঘিরে চাঁদাবাজিসহ নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন মো: বেলাল (৩২)সহ তিনজন। তিনজনের মধ্যে একজনকে পটিয়া হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পটিয়া বিসিক শিল্প নগরীর নীটেক্সপো লিমিটেডের পোষাক কারখানায় এ ঘটনা ঘটে।  পোষাক কারখানার উত্তেজিত শ্রমিকরা স্থানীয় দুইজন আটকে রাখেন।  ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ছুটে যায়। রাতে এ রির্পোট লেখা পর্যন্ত বিএনপি নেতাদের সঙ্গে সমঝোতা বৈঠক চলছে। 

জানা গেছে, পটিয়া বিসিবি শিল্প নগরীতে রয়েছে নীটেক্সপো লিমিটেডের একটি পোষাক কারখানা। এ শিল্প কারখানা গত দুই মাস আগে চালু করা হয়। এর মধ্যে বিএনপির নেতা-কর্মী পরিচয় দিয়ে বেশ কয়েকজন আর্থিকভাবে সুবিধা নিতে চান। এক পর্যায়ে তারা প্রস্তাব দেন শ্রমিক পরিহনের জন্য গাড়ি তারা সরবরাহ করবেন। না হয় তাদেরকে চাঁদা দিতে হবে। এ ইস্যু নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাদের বাড়াবাড়ি হয়। বাড়াবাড়ি এক পর্যায়ে পোষাক কারখানার তিন শ্রমিককে মারধর করা হয় বলে অভিযোগ।   স্থানীয়রা কারখানায় ইটপাটকেলও নিক্ষেপ করেছে। 

পোষাক শিল্প কারখানার ম্যানেজার মো: আবদুর রহিম   জানিয়েছেন, শিল্প কারখানাটি নতুন চালু করা হয়েছে। স্থানীয় কিছু যুবক প্রায়ই এসে ঝামেলা সৃষ্টি করে।  তাদেরকে ব্যবসা কিংবা চাঁদা না দিলে এখানে ব্যবসা করতে দিবেন না। এ ঘটনাকে কেন্দ্র তিন শ্রমিককে আহত করেছে। 

আলীম

×