ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

নালিতাবাড়ীতে মানুষ ও বন্য হাতির দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা, নালিতাবাড়ী, শেরপুর

প্রকাশিত: ২৩:৫৬, ২০ মে ২০২৫

নালিতাবাড়ীতে মানুষ ও বন্য হাতির দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জের আওতাধীন নালিতাবাড়ী উপজেলার গোপালপুর বন বিটের বানাইচিরিঙ্গি পাড়া গ্রামে মানুষ ও বন্যহাতির দ্বন্দ্ব নিরসনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গোপালপুর বনবিট এই মতবিনিময় সভার আয়োজন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শেরপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো: শাহিন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ড লাইফ রেঞ্জার আব্দুল্লাহ আল আমীন ও গোপালপুর বিট কর্মকর্তা আব্দুল বারী প্রমুখ। এতে ইলিফেন্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্য ও স্থানীয় জনসাধারণ অংশ গ্রহন করেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বন্যহাতিকে কোন ধরনের ত্যক্ত বিরক্ত কিংবা উত্যক্ত করা যাবে না। হাতি চলাচলের পথে কোন বৈদ্যুতিক ফাঁদ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। এছাড়া বন্যহাতি যদি ঘরবাড়ি ও জানমালের কোন ক্ষতি করে তাহলে দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে মর্মে উপস্থিত সকলকে আশ্বাস দেন তারা।

আলীম

×