ছবি: সংগৃহীত
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ ইস্যুতে ভারত বাংলাদেশ দু দেশের সীমান্তে যখন উত্তাপ ছড়াচ্ছে তখন আগুনে যেনো ”ঘি” ডাললেন ভারতের গণমাধ্যম কর্মী ময়ূখ রঞ্জন ঘোষ। গতকাল তিনি তার একটি সংবাদে বলেছেন ফেনী দখল করতে তাদের লাগবে মাত্র পাঁচ মিনিট। এ নিয়ে কি বলছে ফেনীবাসী।
ফেনী শহরের একজন স্থানীয় বাসিন্দা বলেন, ভারতের যে সাংবাদিক ন্যূনতম একজন ব্যক্তি, তিনি কিভাবে বলতে পারেন ফেনী দখল করবেন সম্ভবত তার মাথায় সমস্যা আছে। আমরা মুসলিমরা রাসুল (স.) এর আমলে মাত্র ৩১৩ জন ৩০০ জন খ্রিস্টানের বিরুদ্ধে বিজয় লাভ করেছি। আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু তাদেরকে পরাজিত করতে পারবো।
স্থানীয় একজন দোকানদার বলেন, আমরা মুসলমান- হিন্দু সুন্দরভাবে বসবাস করতেছি বাংলাদেশ ।এটা ভারতের সহ্য হচ্ছে না। সেজন্য তারা আগ্রাসী হয়ে উঠেছে তারা যে কথাই বলুক পাঁচ মিনিট, সাত মিনিটে ফেনী দখল করে ফেলবে এ ধরনের কথাবার্তা আমরা সারা বছর শুনে আসতেছি কোন লাভ হবে না।
আরও একজন দোকানদার বলেন, আমি যেটা বলতে চাই ,সে কোন সাংবাদিক না। কোন সাংবাদিক এ ধরনের কথা বলতে পারে না ।তাকে একজন মলম বিক্রেতা হিসেবে মনে হয়। সে একজন মালম বিক্রেতা তার কথার কোন মূল্য নেই। বাংলাদেশ যেভাবে ১৯৭১ সালে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা চিনিয়ে এনেছে, ঠিক সেভাবে যদি কোন আক্রমণ আসে তাহলে আমরা ঝাঁপিয়ে পড়বো।
বিলোনিয়ার একজন বাসিন্দা বলেন, আমরা অস্ত্র ছাড়া যুদ্ধ করতে প্রস্তুত আছি । আমি এক ঘন্টা টাইম দিলাম তারা যদি আমাদের ফেনী দখল করতে পারে রক্তের বন্যা বসে যাবে তাহলেও তারা আমাদের বিলোনিয়া পর্যন্ত আসতে পারবে না।
আরেকজন বাসিন্দা বলেন, ভারতের কোন পাগল যদি বলে ফেনী দখল করবে তাহলে তারা পাগল। একটি স্বাধীন দেশ দখল করা কখনোই সম্ভব না। আমাদের বাংলাদেশের জনগণ কি আঙ্গুল চুষবো। আমাদের কি নাই যে আমরা প্রতিহত করতে পারবো না। তারা কি মনে করে আমরা বসে থাকবো! অস্ত্র লাগবে না আমারা হাতে লাঠি নিয়ে বের হব ।
সাইদুর