ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রাহায়ণ ১৪৩১

শেখ হাসিনা সৈনিক লীগের সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত: ০৭:২২, ৫ নভেম্বর ২০২৪

শেখ হাসিনা সৈনিক লীগের সভাপতি গ্রেপ্তার

এসএম মানিক

শেখ হাসিনা সৈনিক লীগের হবিগঞ্জ জেলার সভাপতি এসএম মানিককে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) রাতে চুনারুঘাট থানা পুলিশ উপজেলার পাইকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 

জানা যায়, মানিক নিজেকে ‘শেখ হাসিনা সৈনিক লীগ’ হবিগঞ্জ জেলার সভাপতি পরিচয় দিতেন এবং ২০২২ সালের ২৬ আগস্ট এক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে আলোচনায় আসেন।

গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নাসির উদ্দিন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্বরে লোকজন জড়ো হতে থাকলে সেখানে ছাত্র-জনতার ঢল নামে। ব্যারিস্টার সুমনের নির্দেশে বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা ছাত্র জনতার ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। আন্দোলনকারীদের ওপর তারা দেশিয় অস্ত্র নিয়ে হামলা করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ নানা শ্রেণিপেশার অসংখ্য মানুষ আহত হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে মামলায় ব্যারিস্টার সুমনসহ ৫ আসামি গ্রেপ্তার হলো।

এম হাসান

×