ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বান্দরবানে ঝুঁকিপূর্ণ পর্যটন কেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ১৯:১০, ১২ এপ্রিল ২০২৪

বান্দরবানে ঝুঁকিপূর্ণ পর্যটন কেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা

বগালেক। ছবি: জনকণ্ঠ

বান্দরবানে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালিত সকল এলাকায় পর্যটকদের নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (১২ এপ্রিল) সাড়ে ৩টার দিকে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন দৈনিক জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, জেলার যে সব এলাকায় যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান চলমান বা চলবে ওই এলাকার সকল পর্যটন স্পট গুলোতে সকল প্রকার পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।

জানা গেছে,  রুমা-রোয়াংছড়ি ও থানচি  এলাকার সকল হোটেল মালিকদেরকে কোন পর্যটক বা ভ্রমণ কারীদের হোটেল রুম ভাড়া, স্থানীয় গাড়ি চালকেরা কোন পর্যটকে যৌথ অভিযান পরিচালিত এলাকার কাছাকাছি পর্যটন স্পটে না নেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।

এর আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র-টাকা লুটের ঘটনায় যৌথ অভিযানে আটক ৫৮ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

 এসআর

×