ঢাকা, বাংলাদেশ   রোববার ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রাহায়ণ ১৪৩০

ভোক্তা অধিদপ্তরের সাঁড়াশি অভিযান

রংপুরে কমতে শুরু করেছে আলুর দাম

​​​​​​​জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩:১৭, ২৪ সেপ্টেম্বর ২০২৩

রংপুরে কমতে শুরু করেছে আলুর  দাম

.

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাঁড়াশি অভিযানের পর রংপুরে কমতে শুরু করেছে আলুর দাম। গত তিন-চার দিনের ব্যবধানে প্রতি কেজি আলুতে দাম কমেছে -১০ টাকা। গত সপ্তাহেও রংপুর নগরীর কাঁচা বাজারগুলোতে যে আলু সর্বোচ্চ ৪৫-৫০ টাকা কেজি বিক্রি হয়েছিল, তা রবিবার নেমেছে সর্বনি¤œ ৩৬-৪০ টাকায়। খবর স্টাফ রিপোর্টার নিজস্ব সংবাদদাতাদের।

বিক্রেতারা বলছেন, আলুর বাজার বড় বড় কোল্ড স্টোরেজ মালিকরা নিয়ন্ত্রণ করে। এখন ভোক্তা অধিকারসহ প্রশাসন গোয়েন্দা সংস্থা মাঠে নামাতে সরবরাহ কিছুটা বেড়েছে, কারণে দামও কমতে শুরু করেছে। তবে ব্যবসায়ীরা বলছেন, পুরনো আলুর মজুত আগামী দুই-তিন মাসের মধ্যে ফুরিয়ে যাবে। কারণে পুরনো আলুর সরবরাহ কমানোর চেষ্টা করেছিল একটি চক্র। তবে এখন সরকার নির্ধারিত দামে আলু বিক্রি হচ্ছে। গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা করেন। ওই দিন ডিম, আলু পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার।

কুমিল্লা দাউদকান্দি উপজেলার নতুন ফেরিঘাট এলাকায় চারটি আলুর হিমাগার রয়েছে। মজুতদার হিমাগার কর্তৃপক্ষের যোগসাজশে ৫০ টাকা মূল্যে আলু বিক্রি হচ্ছে। এমন খবরের ভিত্তিতে জেলা ভোক্তা অধিদপ্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার দুপুরে উপজেলার নতুন ফেরিঘাট এলাকায় একযোগে সবগুলো আলু সংরক্ষিত হিমাগারে অভিযান পরিচালনা করেন। এই অভিযানের বিষয়টি টের পেয়ে আলু মজুমদাররা গা ঢাকা দিয়ে সটকে পড়েন।

খুলনা প্রতিদিনই খুলনায় বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু   পেঁয়াজ। এতে ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। শনিবার নগরীর সোনাডাঙ্গা কেসিসি পাইকারি কাঁচাবাজারে প্রতিকেজি আলু ৪১ টাকা   পেঁয়াজ ৭০ টাকা দরে বিক্রি হয়। খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখানে অভিযান চালায়। বাজারের মেসার্স আয়েশা বাণিজ্য ভান্ডারে ৯০ বস্তা আলু পাওয়া গেলেও কেনা দর দেখাতে ব্যর্থ হয় আড়তদার। সেখানে নির্ধারিত বাজার দরের চেয়েও টাকা বেশি দরে আলু বিক্রি করা হচ্ছিল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তারা মাইকিং করে সরকার নির্ধারিত মূল্য কেজি ৩২ টাকা দরে ৯০ বস্তা আলু বিক্রি করে দেয়। একইসঙ্গে আয়শা বাণিজ্য ভা-ারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।