
প্রধানমন্ত্রীর উপহার রঙিন ঘর
মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্প-২এর আওতায় আগামীকাল বুধবার সকাল ১০টায় নাটোরের লালপুরে ৪র্থ দফায় জমির দলিল সহ রঙিন সেমিপাকা ঘর ১৫৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারে মধ্যে হস্তান্তরের কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। এই উদ্বোধনের মাধ্যমে লালপুর উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা দিবেন তিনি।
উপজেলার বিভিন্ন এলাকায় ১ম দফায় ৪২ টি,২য় দফায় ৫০টি,৩য় দফায় ১৪২টি, ৪র্থ দফায় ১৫৫টি ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে রসুলপুর আশ্রয়ন প্রকল্পে ৪৮ টি ব্যারাকে ২৪০ টি সহ মোট ৬২৯ টি ক' শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারে মধ্যে জমির দলিল সহ ঘর হস্তান্তর করা সম্পূর্ণ হবে বলে জানা গেছে।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
টিএস