ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্মার্ট বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে কাজ করতে হবে

সংবাদদাতা, ভাঙ্গা, ফরিদপুর 

প্রকাশিত: ১৮:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

স্মার্ট বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে কাজ করতে হবে

বেগম মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণ করা সম্ভব।  বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ হয়েছে, যা আওয়ামী লীগ সরকারের আমলেই সম্ভব হয়েছে। 

তিনি বলেন, যুবলীগকে সরকারের উন্নয়ন মুলক কাজের অংশীদার হিসেবে আরোও বেশী দায়িত্ব পালন করতে হবে। তাই, দল-মত নির্বিশেষে আগামীর বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। গতকাল সোমবার বিকেল ৩ টায় উপজেলার কাজী ইউসুফ স্টেডিয়ামে আয়োজিত আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কৃষি সম্মেলন ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এসময় স্থানীয় (সংসদ সদস্য ফরিদপুর-৪) মজিবুর রহমান চৌধুরী নিক্সন একটি লিখিত বক্তব্যে বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের কোন কৃষককে সারের দাবিতে জীবন দিতে হয় না, বরং কৃষক বান্ধব কর্মসুচির মধ্য দিয়ে বাংলাদেশ আজ ফুল-ফল ও ফসলের বদ্ধভুমি। 

তিনি সবার উদ্দেশে আহ্বান করেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বলেছেন এক ইঞ্চি জমিও যেনো অনাবাদি না থাকে। এই মহান আহ্বানকে বুকে ধারণ করে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেদের গৃহকোণে আসুন ফল-ফসলে ভোরে তুলি। 

তিনি যুবলীগের প্রত্যেকটি নেতা কর্মীকে আহ্বান করেন, প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, আগামীতে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কৃষক ভাইদের সহোযোগিতায় বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি জমিতে ফসল উদপাদন করতে হবে।  

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চলনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু গবেষক সুভাষ সিংহ রায় ও যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ সোহেল উদ্দিন। এছাড়াও ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেনসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপস্থিত সকলকে নিয়ে উপজেলার প্রায় ১৬০ জন কৃষকদের মাঝে সার-বীজ, ধান মাড়াইয়ের মেশীন ও পাওয়ার টিলারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন।
 

 

এমএস

×