ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

শিবচরে ৪১ তলার প্রযুক্তি টাওয়ার নির্মিত হবে: পলক

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর

প্রকাশিত: ১২:৫২, ৩১ জানুয়ারি ২০২৩

শিবচরে ৪১ তলার প্রযুক্তি টাওয়ার নির্মিত হবে: পলক

জুনাইদ আহমেদ পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ‘২০৪১ সালকে স্মরণীয় করে রাখতে জেলার শিবচরে ২০ একর জায়গা জুড়ে ৪১ তলা বিশিষ্ট প্রযুক্তি টাওয়ার নির্মিত হবে। যেখান থেকে বিশ্ব বিজয়ী প্রযুক্তিবিদ তৈরি হবে।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশকে মজবুত করতে ২০৪১ সালকে সামনে রেখে একটি মিশন-ভিশন তৈরি করেছেন। যেখানে থাকছে জ্ঞানভিত্তিক বুদ্ধিদীপ্ত ও সাশ্রয়ী বাংলাদেশ গড়ার প্রত্যয়। দিন দিন প্রযুক্তিবিদ ও প্রযুক্তির সাথে বাংলাদেশকে পরিচিত করে তোলা হচ্ছে। যা হবে বাংলাদেশের এমআইটি। এখান থেকে তৈরি হবে বিশ্ববিজয়ী প্রযুক্তিবিদ।’ 

মঙ্গলবার সকাল ১০টার দিকে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।

তিনি আইসিটি’র উন্নতির আশা ব্যক্ত করে বলেন, ‘বিকেএসপি যেমন এদেশে শাকিব আল হাসান তৈরি করেছে, তেমনি একদিন বিশ্ব আইটি সেক্টরে বাংলাদেশ রাজত্ব করবে। যে কারণে শিবচরে ১৫ শ’ কোটি টাকা ব্যয়ে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি’র নির্মাণ শুরু হলো। এখান থেকে শত শত প্রযুক্তিবিদ তৈরি হবে। যা পুরো দেশসহ বিদেশের প্রযুক্তিকেও নেতৃত্ব দিবে।’

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, সংসদ সদস্য কাজী নাবিল, নাহিদ খান, খাদিজাতুল আনোয়ার ছনি, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম। 

পরে প্রতিমন্ত্রী শিবচরের কাদিরপুরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি’র বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

টিএস

শীর্ষ সংবাদ:

বিধ্বংসী বোলিংয়ে ৭৭ রানে জয় পেল বাংলাদেশ
নাগরিকের ঠিকানায় খতিয়ান-ম্যাপ পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ :প্রধানমন্ত্রী
পদ্মা সেতু দিয়ে মোটর সাইকেল চলতে চার সপ্তাহ অপেক্ষা
ঈদ উপলক্ষে ৯ এপ্রিল বাজারে আসছে নতুন নোট
বুধবারের মধ্যে ইবির তিন অভিযুক্ত ছাত্রীদের কে জবাব দেওয়ার নির্দেশ
পিরোজপুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ডিবি ওসিসহ আহত ৪
দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ: বিবিএস
জামিন পেলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী
মুক্তিযুদ্ধের সংগঠক নূরে আলম সিদ্দিকী আর নেই
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে মাত্র ‘২৪ ঘণ্টা’লাগবে: ট্রাম্প
মেক্সিকোর অভিবাসী কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৪০