ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুরমা নদীতে ৬০ যাত্রী নিয়ে নৌকাডুবি

প্রকাশিত: ২১:৫০, ১৯ আগস্ট ২০২২; আপডেট: ২১:৫১, ১৯ আগস্ট ২০২২

সুরমা নদীতে ৬০ যাত্রী নিয়ে নৌকাডুবি

সুরমা নদী

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৬০ থেকে ৭০ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ আগস্ট) রাত ৮টায় উপজেলা সদরের ঘাট থেকে নৌকাটি আজমপুর ঘাটে যাচ্ছিল।

সুনামগঞ্জের হবতপুরের এখলাছুর রহমান বলেন, দোয়ারাবাজার খেয়া ঘাট থেকে মোটরসাইকেলসহ আমরা তিন বন্ধু নৌকায় উঠি। কিন্তু আজমপুর ঘাটের কাছাকাছি এলে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। কয়েকজন যাত্রী নদীতে নিখোঁজ রয়েছে। আমার বন্ধু গোবিন্দপুরের শামছুল ইসলামকেও (৩৫) পাওয়া যাচ্ছে না। 

দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ জানান, রাত ৮টার দিকে ইঞ্জিনচালিত নৌকাটিতে বাল্কহেডের ধাক্কা লাগে। নদীতে পড়ে কতজন নিখোঁজ তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না। আমরা কয়েকটি ট্রলার নিয়ে ঘটনাস্থলের আশপাশে খোঁজাখুঁজি করছি।

সম্পর্কিত বিষয়:

×