ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারের লাবণী ও সুগন্ধা বিচে ভাঙন

প্রকাশিত: ২০:১১, ১২ আগস্ট ২০২২

কক্সবাজারের লাবণী ও সুগন্ধা বিচে ভাঙন

এভাবেই ভেঙে যাচ্ছে সৈকতের বিচ।

কক্সবাজারে জোয়ারের পানিতে ও সমুদ্রের তীব্র ঢেউয়ে ভেঙে গেছে সৈকতের লাবণী, সুগন্ধা ও বালিয়াড়ি বিচ। এছাড়া ভাঙনের মুখে রয়েছে সৈকতের ছাতা ও ঝিনুক মার্কেট।

শুক্রবার (১২ আগস্ট) সৈকতের এ ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। এসময় সৈকতের ভেঙে যাওয়া কবিতা চত্বর, ডায়াবেটিক পয়েন্ট, লাবণী ও সুগন্ধা বিচ পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে কবির বিন আনোয়ার বলেন, ভাঙনরোধে বালুভর্তি জিওব্যাগ ফেলে অস্থায়ীভাবে প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়েছে। নাজিরারটেক থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ করা হবে। তখন হয়তো সাগরের ভাঙন থেকে রক্ষা পাবে কক্সবাজার।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তানজির সাইফ আহমেদ ও স্থানীয় ব্যবসায়ী নেতা কাশেম আলীসহ সংশ্লিষ্টরা।

×