ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে ঢাকামুখী শ্রমিকদের ভিড়

প্রকাশিত: ১৯:৪৬, ৩০ এপ্রিল ২০২০

মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে ঢাকামুখী শ্রমিকদের ভিড়

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ দেশের মানুষ যখন করোনাভাইরাস নিয়ে চরম আতঙ্কে দিন অতিবাহিত করছে। দেশে যখন লকডাউন চলছে, গণপরিবহন বন্ধ ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রয়োজন ছাড়া কোন মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এমন পরিস্থিতিতে ঢাকার গার্মেন্টস ও কলকারখানা চালু হওয়ার কারণে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে কাঁঠালবাড়ি ঘাটে। বৃহস্পতিবার সকাল থেকেই বেলা বাড়ার সাথে সাথে শুরু হয়েছে ফেরি দিয়ে পারাপারের প্রতিযোগিতা। ফেরিতে যানবাহনের চেয়ে সাধারণ মানুষের ভিড় অনেক বেশি। কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা গেছে, ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ থাকায় সকাল থেকে ঘাটে চলমান রয়েছে ৭টি ফেরি। এ ফেরি সার্ভিস দিয়ে সীমিত আকারে যাননবাহন পারাপার করার কথা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চেয়ে মানুষের ভীড় বাড়তে থাকে। ঢাকার গার্মেন্টসগুলো খোলার কারণে বিভিন্ন জেলা থেকে বিকল্প ভাবে ভেঙে ভেঙে ঘাটে এসে ফেরী পার হচ্ছে। যাত্রীদের সাথে প্রাইভেটকার, এ্যাম্বুলেন্সসহ জরুরী সেবাদানকারী যানবাহন ও পার করা হচ্ছে। বিআইডব্লিউটিসি কাঠালবাড়ি ঘাটের সহকারি ব্যবস্থাপক সামসুল আরেফিন বলেন, “সকাল থেকেই রাজধানীমুখী যাত্রীর অতিরিক্ত চাপ রয়েছে। যাত্রীদের পাশাপাশি ছোট যানবাহনেরও ভীড় রয়েছে। সকাল থেকে ৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পার করা হচ্ছে।”
×