ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯

বরিশালে পলিটেকনিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ॥ গ্রেফতার-৫

প্রকাশিত: ০৩:৪৯, ২৭ জুন ২০১৮

বরিশালে পলিটেকনিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ॥ গ্রেফতার-৫

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কারিগরী শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং’র ষষ্ট সেমিস্টারের আটোক্যাড-২ (কম্পিটার অ্যাডেড ডিজাইন) বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বরিশালে পাঁচ পলিটেকটিক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বুধবার সারাদেশে ওই বিষয়ের পরীক্ষা স্থগিত করেছে কারিগরি শিক্ষা বোর্ড। গ্রেফতারকৃতরা সবাই নগরীর বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ইনফা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। বুধবার সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম (১৯), আবু নাঈম (২০), আমিনুল ইসলাম নাসিম ((২০), সাব্বির ওরফে সোহেল (২০), তারেক আহমেদ (১৯) ও পলাতক জাহিদুল ইসলাম (২০) পিরোজপুর, পাথরঘাটা, মঠবাড়িয়া, পটুয়াখালীর মীর্জাগঞ্জ, বাউফল ও বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা ইনফা পলিটেকনিক ইনস্টিটিউটের আশপাশের ভবনের ছাত্র মেসে থেকে লেখাপড়া করতো। গ্রেফতারের পর তারা পুলিশের কাছে স্বীকার করেছে, একই প্রতিষ্ঠানের সহপাঠী পলাতক জাহিদুল ইসলামের কাছ থেকে তারা হাতেলেখা প্রশ্নপত্র সংগ্রহ করেছে। উপ-পুলিশ কমিশনার আরও জানান, জাতীয় নিরাপত্তা সেবা ৯৯৯ নম্বর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে নগরীর কাশিপুরস্থ ইনফা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় কয়েকটি ভবনে বিমানবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই পাঁচ ছাত্রকে গ্রেফতার করে। এসময় তাদের মোবাইল ফোনে ধারন করা হাতে লেখা প্রশ্নপত্র পাওয়া গেছে। পরে ওই প্রশ্নপত্র কারিগারি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুশীল কুমার পালের কাছে ই-মেইলে প্রেরন করা হয়। তিনি বুধবার অনুষ্ঠিতব্য অ্যাডোক্যাড-২ এর মুল প্রশ্নপত্রের সাথে গ্রেফতারকৃতদের কাছে পাওয়া প্রশ্নপত্রের মিল থাকার সত্যতা নিশ্চিত করেন। সূত্রমতে, প্রশ্নপত্র ফাঁস নিশ্চিত হওয়ায় বুধবার ওই বিষয়ের পরীক্ষা স্থগিত করেছে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। বিমান বন্দর থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় গ্রেফতার পাঁচ ছাত্র এবং পলাতক একজনসহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শীর্ষ সংবাদ:

আইরিশদের কাছে হেরে টাইগারদের স্বপ্নভঙ্গ
রাজধানী থেকে ৪ ডাকাত গ্রেপ্তার
টস জিতে বোলিংয়ে গুজরাট
জবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি
ক্ষমতায় আসতে পারবে না নিশ্চিত হয়ে অন্য পরিকল্পনায় বিএনপি :আ ক ম মোজাম্মেল হক
রমজানে কিছু পণ্যের দাম বাড়লেও বর্তমানে কমে এসেছে
দমন-পীড়নে ক্ষতবিক্ষত গণতান্ত্রিক অধিকার :মির্জা ফখরুল
একদিনে করোনায় আক্রান্ত আরও ৫
বাংলাদেশে খাদ্যের অভাব নেই :শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ আইপিএলের উদ্বোধনী ম্যাচ
আওয়ামী লীগের যৌথ সভা শনিবার
বাংলাদেশ থামল ১২৪ রানে
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
বগুড়ায় ১১০ কেজি গাঁজাসহ পিকআপভ্যান আটক
ট্রাম্পকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করা হতে পারে
দেশে ৮৫ হাজার নার্স কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী
আগারগাঁও থেকে উত্তরা মেট্রোরেলের সব স্টেশন চালু
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ