ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

ঢাকা থেকে শিশু অপহরণের ৩ দিন পর শিবচর থেকে উদ্ধার

প্রকাশিত: ০৩:০১, ২৫ জুন ২০১৮

ঢাকা থেকে শিশু অপহরণের ৩ দিন পর শিবচর থেকে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ ঢাকার মোহাম্মদপুর থেকে নিহান নামে ৩ বছরের একটি শিশুকে অপহরণের ৩ দিন পর মোহাম্মদপুর থানা পুলিশ মাদারীপুরের শিবচর থেকে উদ্ধার করেছে। এর আগে আটক করা হয় খায়রুন বেগম নামের শিশু অপহরণকারীকে। নিহানকে ৩০ হাজার টাকায় এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করেছিলো বলে খায়রুন পুলিশের কাছে স্বীকার করেছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকার মোহাম্মদপুর এলাকায় ভাঙ্গারী দোকানের কর্মচারী বিল্লাল হোসেন ও তার স্ত্রী গার্মেন্টস শ্রমিক মাহিনুর ৩ বছরের শিশু সন্তান নিহানকে নিয়ে একটি বাসায় ভাড়া থাকতেন। তাদের পাশের রুমেই খাইরুন বেগম (৪০) নামের এক মহিলা ভাড়া থাকার সুবাদে তাদের বাসায় ছিল অবাধ যাতায়াত। দুই পরিবারের মাঝে তৈরি হয় সুসম্পর্ক। গত শনিবার সকালে শিশু নিহানকে খায়রুনের বাসায় রেখে বিল্লাল ও তার স্ত্রী মাহিনুর কাজে চলে যায়। দুপুরে বাসায় ফিরে নিহানকে বাসায় না দেখে মাহিনুর ও বিল্লাল ভয় পেয়ে যায়। অনেক খোঁজাখুজির পর না পেয়ে রবিবার খাইরুনকে আসামী করে মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে রবিবার ঢাকা থেকে খাইরুনকে আটক করে। পুলিশী জিজ্ঞাসাবাদে খাইরুন শিশু নিহানকে মাদরীপুরের শিবচরে তার এক ফুপাতো বোন (নিঃসন্তান) লাকি বেগমের কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করেছে বলে স্বীকার করে। সে পুলিশকে আরো জানায়, শনিবার মুন্সিগঞ্জের মাওয়া থেকে লাকি ও তার বোন সাথি টাকা দিয়ে শিশু নিহানকে নিয়ে গেছে। সোমবার সকালে পুলিশ শিবচরের উমেদপুর ইউনিয়নের চান্দেরচর গ্রামে লাকির বাড়িতে অভিযান চালিয়ে শিশু নিহানকে উদ্ধার করে। এসময় লাকি ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়। সোমবার বেলা ১২ টার দিক এসআই মুকুল রঞ্জনের নেতৃত্বে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল শিশুটিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। শিশুটির মা মাহিনুর বেগম বলেন, ‘খায়রুন আমার পাশের বাসায় থাকার সুযোগে আমার সন্তানকে অনেক যতœ ও খেয়াল রাখতো। এভাবেই সে আন্তরিকতা বাড়িয়ে আমার সন্তানকে অপহরণ করে বিক্রি করে তার বোনের কাছে বিক্রি করেছিল। পুলিশ সচেষ্ট হয়ে আমার বাচ্চাকে শিবচর থেকে উদ্ধার করে দিয়েছে। এ জন্য আমি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ মোহাম্মদপুর থানার এসআই মুকুল রঞ্জন বলেন, ‘শিশুটিকে টাকার বিনিময়ে বিক্রি করেছিল খাইরুন। শিশুটিকে শিবচর থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। বিস্তারিত ঢাকায় গিয়ে জানানো হবে।’

শীর্ষ সংবাদ:

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, আটক ২৬ জেলে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে মাত্র ‘২৪ ঘণ্টা’লাগবে: ট্রাম্প
বাজার পরিদর্শনে ডিসি
জবি ছাত্রীকে হেনস্তায় গ্রেফতার ১
মুক্তিযুদ্ধের সংগঠক নূরে আলম সিদ্দিকী আর নেই
গাইবান্ধায় পারিবারিক কলহের জেরে এক কিশোরীর আত্মহত্যা
সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
মেক্সিকোর অভিবাসী কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৪০
উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় তিন রোহিঙ্গা নিহত
নাগরিকের ঠিকানায় খতিয়ান-ম্যাপ পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ :প্রধানমন্ত্রী
বৃষ্টির জন্য ম্যাচ শুরু হয়নি
জামিন পেলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী
পিরোজপুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ডিবি ওসিসহ আহত ৪