নরসিংদী:
নিজস্ব সংবাদদাতা, নরসিংদী ॥ নরসিংদীতে ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে নরসিংদী সদর রোডে দলীয় কার্যালয় প্রাঙ্গনে নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এডঃ আসাদুজ্জ্মান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এডঃ এস এ হাদি, ফ্লোরিডা আওয়ামীলীগের সভাপতি মোঃ আইব খান, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি মোন্তাজ উদ্দীন ভুইয়া, নরসিংদী সরকারী কলেজের সাবেক জিএস এস এম কাইয়ুম, শহর ছাত্রলীগের আহবায়ক নুরে আলম, নরসিংদী সরকারী কলেজ শাখার আহবায়ক তন্ময় সাহা তনু ,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক কৌশিক কায়কোবাদ কেনি প্রমুখ। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় ।
মির্জাপুর:
নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে র্যােলী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার সকালে মির্জাপুর ক্রীড়া সংস্থার সামনের মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার নাঈম হোসেন। এমপি একাব্বর হোসেন বেলুন উড়িয়ে সদরে একটি র্যা লী বের করেন। র্যা লীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নেতাকর্মীরা ৬৯ পাউন্ড কেক কাটেন।
সীতাকুণ্ড:
নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ॥ অনুষ্ঠানের শুরুতে ছাত্রলীগের ৬৯তম জন্মদিনের কেক কেটে উপস্থিত সকল নেতাকর্মীদের কেক খাওয়ান প্রবাসি কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি। সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.নজরুল ইসলাম সুমন । অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থকবে ঢাকা ও চট্টগ্রামের বিশিষ্ট শিল্পীদের গাওয়া মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন।
মাদারীপুর:
নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ বুধবার মাদারীপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপযাপিত করা হয়। সকাল ১১টায় কলেজ গেট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারী নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে গিয়ে শেষ হয়। এছাড়া আরও কিছু শোভাযাত্রা বিভিন্ন শহর পদক্ষিণ করে। এবার নতুন সাজে সজ্জিত করা হয় সরকারী নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, রাজৈর সরকারী ডিগ্রী কলেজসহ মাদারীপুরের বিভিন্ন কলেজের ক্যাম্পাস। প্রতিটি কলেজ ক্যাম্পাসের দেওয়াল ‘চিত্রপটে বাংলাদেশ ছাত্রলীগ’ এর গৌরবোজ্জ্বল ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে। এতে ১৯৫২‘র ভাষা আন্দোলন, ১৯৬২‘র শিক্ষা আন্দোলন, ১৯৬৬‘র ৬দফা আন্দোলন, ১৯৬৯‘র গণঅভ্যুত্থান এবং ১৯৭১‘র মহান মুক্তিযুদ্ধসহ সংগঠনের সোনালী অর্জনগুলো স্থান পেয়েছে।
দুর্গাপুর:
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর(নেত্রকোনা)॥ জেলার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা শাখা আয়োজিত ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে আজ বুধবার।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উকিলপাড়া দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহনে বর্নাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান চলে ।স্থানীয় অডিটরিয়াম কাম কমিউিনিটি সেন্টারে এক বিশাল উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামীম আল আজাদ এর সঞ্চালনায় ছাত্রলীগ সভাপতি মোঃ আব্দুল হালিম তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস ।
বরিশাল :
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বর্ণাঢ্য র্যা্লী, সমাবেশ, প্রতিষ্ঠা বার্ষিকীর কেককাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জেলা, মহানগরসহ প্রতিটি উপজেলায় ছাত্রলীগের ব্যাপক কর্মসূচী পালিত হয়েছে।
সিরাজগঞ্জ:
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সিরাজগঞ্জে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ব্যানার, ফেস্টুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের প্রতিকৃতি হাতে নিয়ে ব্যান্ডের তালে নেচে গেয়ে র্যা্লীতে অংশ নেন তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মী। দিবসটি পালন উপলক্ষে আজ বুধবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
নীলফামারী:
স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ শিক্ষা, শান্তি প্রগতির ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নীলফামারীতে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালন করে জেলা ও উপজেলা ছাত্রলীগ।
আজ বুধবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সুচনা করা হয়। পরে বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি এবং বাদ্যযন্ত্রসহ শহরে বের করা হয় বর্নাঢ্য শোভাযাত্রা।
সুনামগঞ্জ:
নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আজ বুধবার সকাল ১২টায় শহরের উকিলপাড়া এলাকায় কেক কেটা শেষে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী’র নেতৃত্বে শহরে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।