ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

গঙ্গামতি সৈকত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ২৩:২৪, ২৭ সেপ্টেম্বর ২০১৬

গঙ্গামতি সৈকত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কুয়াকাটার চরগঙ্গামতি সৈকতে অন্তঃসত্ত্বা অজ্ঞাত এক নারীর লাশ পাওয়া গেছে। আনুমানিক ২৫-৩০ বছর বয়সী এ লাশটি গতকাল সোমবার রাতে লাশটি পুলিশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা বিকৃত লাশটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশের ধারনা, ৩/৪ দিন আগে ওই নারীকে হত্যা করে লাশ সাগরে ফেলে দেয়া হয়েছে। পরে জোয়ারের পানিতে ভেসে গঙ্গামতির ওই চরে লাশটি আটকে যায়। মহিপুর থানার ওসি এসএম মাকসুদুর রহমান লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আসামির নামে একটি হত্যা মামলা করা হয়েছে।
×