ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

ঈদের দিনেও বজ্রসহ বৃষ্টির শঙ্কা, হতে পারে যেসব অঞ্চলে

প্রকাশিত: ১৯:৪৯, ৫ জুন ২০২৫

ঈদের দিনেও বজ্রসহ বৃষ্টির শঙ্কা, হতে পারে যেসব অঞ্চলে

ছবি: সংগৃহীত।

কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে ঝড়-বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিনও এমন বৃষ্টির ধারা বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরইমধ্যে আসন্ন ঈদুল আযহা উদযাপন নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে—আবহাওয়া কেমন থাকবে সেই প্রশ্ন এখন সবার মুখে মুখে।

আগামী ৭ জুন (শুক্রবার) সারাদেশে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। আবহাওয়া অফিস জানায়, ওইদিন দেশের বেশিরভাগ জায়গায় আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বজ্রসহ দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৫ জুন বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টি হতে পারে। ওইসব অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি মাত্রার বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

ঈদের দিন আবহাওয়া সংক্ষেপে:

  • চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ: বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • অন্যান্য বিভাগ: আংশিক মেঘলা আকাশ, আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা
  • তাপমাত্রা: ভোরে অপেক্ষাকৃত শীতল থাকলেও, দিনে গরম অনুভূত হতে পারে

ঈদের পরের দুই দিনের পূর্বাভাস:
৮ জুন (শনিবার)

  • চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা/মাঝারি বৃষ্টি হতে পারে
  • অন্যান্য স্থানে আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে
  • সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে

৯ জুন (রবিবার)

  • একইভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে অল্প কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে


যদিও ঈদের দিন দেশের অধিকাংশ অঞ্চলে আবহাওয়া অনুকূলে থাকার সম্ভাবনা রয়েছে, তবে যাঁরা চট্টগ্রাম, ময়মনসিংহ বা সিলেট অঞ্চলে অবস্থান করছেন, তাঁদের ছাতা বা রেইনকোট প্রস্তুত রাখাই ভালো। আবহাওয়ার পরিস্থিতি জানার জন্য ঈদের আগের দিন পর্যন্ত হালনাগাদ তথ্য নজরে রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
 

নুসরাত

×