ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

এক ম্যাচে ৬ ব্যাটারের গোল্ডেন ডাক

প্রকাশিত: ১৬:৫৯, ১৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৭:০০, ১৯ জানুয়ারি ২০২৫

এক ম্যাচে ৬ ব্যাটারের গোল্ডেন ডাক

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় চলছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে স্বাগতিক মালয়েশিয়া। এ ম্যাচে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন রানের লজ্জাজনক রেকর্ড গড়ে মালয়েশিয়ার মেয়েরা।  

রবিবার (১৯ জানুয়ারি) কুয়ালালামপুরে অনুষ্ঠিত গ্রুপ ‘এ’এর ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল সংগ্রহ করে ১৬২ রান। জবাবে ব্যাট করতে নেমে মালয়েশিয়া গুটিয়ে যায় মাত্র ২৩ রানে। এর মাধ্যমে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন রানের বিশ্বরেকর্ড গড়ে স্বাগতিকরা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের হিসাবে এটি দ্বিতীয় সর্বনিম্ন রান। ছেলেদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টিতে সর্বনিম্ম ২২ রানে অলআউট হওয়ার রেকর্ড আছে স্কটল্যান্ডের।

এই টুর্নামেন্ট দিয়েই প্রথমবার মেয়েদের টি-টোয়েন্টিতে মাঠে নামে মালয়েশিয়ার মেয়েরা। অভিষেক ম্যাচে ঘরের মাঠেই লজ্জার রেকর্ড গড়ে তারা। রোববার দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে লঙ্কান মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে সফরকারীরা। 

তাদের পক্ষে দাহানি সানেতমা সর্বোচ্চ ৫৫, সঞ্জনা কাভিন্দি ৩০ ও শেষদিকে এসে হিরুনি হানসিকা ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন।

জবাবে ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৪.৬ ওভারে গুটিয়ে যায় মালয়েশিয়ার মেয়েরা। দ্বিতীয় ওভারে তাদের দুটি উইকেট তুলে নেন লঙ্কান বাঁ-হাতি স্পিনার চামোদি প্রাবোদা। তাতে মাত্র ২ রানে ৩ উইকেট হারানো স্বাগতিকরা শেষচেষ্টা করেও আর ঘুরে দাঁড়াতে পারেনি।

মালয়েশিয়ার ৬ ব্যাটারই আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। ওপেনার নূর আলিয়া ৭ এবং সুয়াবিকা মানিভানাম ৬ রান বাদে তিন ব্যাটারের ব্যাটে এসেছে একটি করে রান। তাতে তাদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৩ রান। লঙ্কানদের হয়ে প্রাবোদা ৩টি এবং মানুদি নানায়াক্কারা ও লিমানসা তিলকারত্নে ২টি করে উইকেট শিকার করেছেন।

এ ম্যাচে ১৩৯ রানের বিশাল ব্যবধানে জিতে অনূর্ধ্ব-১৯ টি টোয়েন্টি বিশ্বকাপ আসর শুরু করেছে শ্রীলঙ্কা।

রাসেল

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার