ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ফেসবুক পেজে বিদায়ের ঘোষণা দেন

টি-টোয়েন্টিকে বিদায় জানালেন তামিম ইকবাল

প্রকাশিত: ১২:০২, ১৭ জুলাই ২০২২; আপডেট: ১৩:৫৪, ১৭ জুলাই ২০২২

টি-টোয়েন্টিকে বিদায় জানালেন তামিম ইকবাল

তামিম ইকবাল

অবশেষে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায়ই জানিয়ে দিলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে বিদায়ের ঘোষণা দেন তিনি।

ফেসবুক পেজে তামিম ইকবাল লেখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

অনেক দিন ধরেই টি-টোয়েন্টি থেকে দূরে আছেন তামিম। গেল বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপেও খেলেননি। পরবর্তীতে ছয় মাস দূরে থাকার কথা জানালেও অবসরের ঘোষণাই দিয়ে দিলেন এই অধিনায়ক।

২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটাই হয়ে গেল এই ফর্মেটে তামিমের শেষ ম্যাচ। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল তামিমের।

টি-টোয়েন্টিতে ৭৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিম। ১টি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরির সুবাদে ১,৭৫৮ রান করেছেন এই খেলোয়ার।

×