ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোলাম ফারুক এসবিএসি ব্যাংকের নতুন এসএএমডি

প্রকাশিত: ০৪:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

গোলাম ফারুক এসবিএসি ব্যাংকের নতুন এসএএমডি

মোঃ গোলাম ফারুক সম্প্রতি নিয়োগ পেয়ে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিঃ এর জ্যেষ্ঠ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেছেন। এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৪ সালে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশা শুরু করেন। পেশাগত জীবনে তিনি জনতা ও কৃষি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। গোলাম ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি পঞ্চাশ দশকের শেষ দিকে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তিনি চৌধুরী নাসির উদ্দীন আহমেদ এবং বেগম লুৎফুন নেসার সন্তান। চাকরির বিভিন্ন পর্যায়ে কর্পোরেট ব্যাংকিং বিশেষত ঋণ, বিনিয়োগ, আন্তর্জাতিক বাণিজ্য এবং তহবিল ব্যবস্থাপনায় কাজ করেছেন। এছাড়া ব্যাংকের নিরীক্ষণ ও কর্পোরেট কাঠামো গঠনে রেখেছেন অগ্রণী ভূমিকা। পেশাগত উৎকর্ষতার লক্ষ্যে তিনি দেশে ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন ট্রেনিং সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নেন। -বিজ্ঞপ্তি গ্লোবাল শিপার্স এ্যালায়েন্সে যোগ দিচ্ছে শিপার্স কাউন্সিলের প্রতিনিধি দল অর্থনৈতিক রিপোর্টার ॥ শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিতব্য এশিয়ান শিপার্স এ্যালায়েন্স এবং গ্লোবাল শিপার্স এ্যালায়েন্সের সভায় যোগদান করছেন। সম্মেলনটি ইন্দোনেশিয়ান ন্যাশনাল শিপার্স কাউন্সিলের উদ্যোগে আগামী ১ মার্চ থেকে ৩ মার্চ অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে প্রতিনিধিদলটি আজ মঙ্গলবার ঢাকা ত্যাগ করবেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল আহসান, ভাইস চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ, পরিচালক আরজু রহমান ভূঁইয়া ও একেএম আমিনুল মান্নান এবং সদস্য মোহাম্মদ নুরুসসাফা মজুমদার। ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এই বৈশ্বিক সম্মেলন উদ্বোধন করবেন। ইন্দোনেশিয়ার ট্রান্সপোর্টেশন মন্ত্রী ও ইন্দোনেশিয়া শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান এতে স্বাগত ভাষণ দিবেন। এছাড়া ইন্দোনেশিয়ার ইকোনমি মন্ত্রী, মেরিটাইম ও রিসোর্স মন্ত্রী, পাবলিক ওয়ার্কস ও হাউজিং মন্ত্রী, ফাইন্যান্স মন্ত্রী এবং ট্রেড মন্ত্রী সম্মেলনে বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করবেন।
×