ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: এবার প্রশ্ন করলেই এআই দেবে উত্তর!

প্রকাশিত: ০৯:২০, ২৬ জুলাই ২০২৫

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: এবার প্রশ্ন করলেই এআই দেবে উত্তর!

ছবি: প্রতীকী

হোয়াটসঅ্যাপে চ্যাটবট হিসেবে মেটা এআই চালু হয়েছিল আগেই। এবার সেই চ্যাটবটই কথা বলবে ব্যবহারকারীদের সঙ্গে! হোয়াটসঅ্যাপের নতুন একটি ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা মেটা এআই-র সঙ্গে ভয়েসে কথোপকথন করতে পারবেনঠিক যেন ফোনকলের মতোই।

বিটা ভার্সনে শুরু হয়েছে পরীক্ষামূলক ব্যবহার

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট WABetaInfo-র এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৫.২১.২১-এ ‘ভয়েস মোড’ নামে একটি ফিচার চালু করা হয়েছে। কয়েক মাস ধরেই ফিচারটির উন্নয়ন কাজ চলছিল। এবার নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হয়েছে।

নতুন ইন্টারফেস, কাস্টমাইজেশন ও ভয়েস চ্যাট

মেটা এআই-র ভয়েস মোডে থাকছে নতুন ধরনের একটি ইন্টারফেস। চ্যাট ট্যাব থেকে মেটা এআই খুললে এখন একটি ওয়েভফর্ম আইকন দেখা যাবে, যেটিতে ট্যাপ করলেই শুরু হবে ভয়েস সেশন।

এ ছাড়া ভয়েস সেশন স্বয়ংক্রিয়ভাবে চালু করার একটি অপশনও থাকছে, তবে তা ম্যানুয়ালি চালু করতে হবে। শুধু চ্যাট ট্যাব নয়, কলস ট্যাব থেকেও ভয়েস চ্যাট শুরু করা যাবে মেটা এআই-এর সঙ্গে।

ব্যাকগ্রাউন্ডে চালানো যাবে কথোপকথন

ব্যবহারকারীরা চাইলে ব্যাকগ্রাউন্ডেও চালাতে পারবেন এআই-র সঙ্গে কথোপকথন। যেমন, আপনি ব্রাউজারে গিয়ে কিছু অনুসন্ধান করতে করতে মেটা এআই-কে প্রশ্ন করতে পারবেন। এমনকি ফোনকলের মতো করেই চাইলে কথোপকথন মিউটও করতে পারবেন।

সাজেশনস এবং প্রম্পট নিয়ে থাকছে আলাদা সেকশন

নতুন এই ফিচারে থাকবে সাজেশন ভিত্তিক আলাদা সেকশন, যেখানে ব্যবহারকারীদের জন্য বিভিন্ন বিষয়ে প্রম্পট থাকবে, যেন সহজেই কথোপকথন শুরু করা যায়।

তবে এখনই সবার জন্য উন্মুক্ত নয় ফিচারটি। শুধুমাত্র বিটা ভার্সনের নির্দিষ্ট কিছু ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারছেন। মেটা কবে এটি সবার জন্য চালু করবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রসঙ্গত, গুগলের জেমিনি লাইভ মোডের মতো রিয়েল-টাইম ভয়েস চ্যাট ফিচার চালু করে মেটা এআই এবার এআই চ্যাটবট প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

রাকিব

×