
ছবি: সংগৃহীত
নোটিফিকেশন ব্যবস্থাপনায় অ্যান্ড্রয়েড বরাবরই এগিয়ে। অনেকের মতে, গুগলের এই অপারেটিং সিস্টেম অ্যাপলের আইওএস-এর চেয়েও ভালোভাবে নোটিফিকেশন সামলায়। তবে এখানেও উন্নতির জায়গা রয়েছে, আর গুগল তা বুঝতে পেরেছে বলেই মনে হচ্ছে। আপাতত, গুগল নিজেদেরই একটি জনপ্রিয় পরিষেবা থেকে ধারণা নিয়ে অ্যান্ড্রয়েডের বিশৃঙ্খল নোটিফিকেশন প্যানেল গোছাতে কাজ শুরু করেছে।
গত বছরের ডিসেম্বরেই জানা গিয়েছিল, অ্যান্ড্রয়েড ১৬-তে "নোটিফিকেশন বান্ডলিং" নামে একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে গুগল। এই ফিচারের মূল লক্ষ্য হলো—একই ধরনের নোটিফিকেশন একত্রে সাজিয়ে রাখা এবং অপ্রয়োজনীয় নোটিফিকেশন নীরব করে ইনবক্সকে পরিপাটি রাখা। যদিও এখনো অ্যান্ড্রয়েড ১৬-তে এর কার্যকারিতা দেখা যায়নি, তবে সম্প্রতি এই ফিচার নিয়ে নতুন তথ্য সামনে এসেছে, যা ইঙ্গিত দিচ্ছে—চূড়ান্ত রিলিজ আর বেশি দূরে নয়।
অ্যান্ড্রয়েড ১৬-তে গুগলের নোটিফিকেশন পরিকল্পনা নিয়ে নতুন কী জানা গেল?
অ্যান্ড্রয়েড অথরিটি-এর খ্যাতনামা অ্যান্ড্রয়েড বিশেষজ্ঞ মিশাল রহমান জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ১৬-এর QPR1 বেটা ২ ভার্সনে "নোটিফিকেশন বান্ডলিং" ফিচারের নাম বদলে রাখা হয়েছে "নোটিফিকেশন অর্গানাইজার"। তবে নাম বদলালেও মূল কাজ ঠিক আগের মতোই থাকবে। ঠিক যেমন জিমেইলে নোটিফিকেশন সাজানো হয়, তেমনি এখানে নোটিফিকেশন চারটি ক্যাটাগরিতে সাজানো হবে— প্রমোশনস (বিজ্ঞাপন/অফার), নিউজ (সংবাদ), সোশ্যাল (সামাজিক যোগাযোগ) এবং রিকমেন্ডেশনস (সুপারিশ/প্রস্তাবনা)।
শুধু নামই বদলায়নি, এবার গুগল আরও স্পষ্টভাবে জানিয়েছে—এই ফিচার পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা চালিত এবং এতে ভুল হতে পারে। যদিও এখনো ফিচারটি সক্রিয় হয়নি, তবে অ্যান্ড্রয়েড অথরিটি তাদের পরীক্ষায় পিক্সেল ৮ প্রো ফোনে অ্যান্ড্রয়েড ১৬ QPR1 বিটা ২ ভার্সনে এই ফিচারের সেটিংস পেজ চালু করে দেখতে পেরেছে।
সেই সেটিংস পেজ থেকে জানা গেছে, ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট কিছু অ্যাপকে এই ফিচার থেকে বাদ দিতে পারবেন। অর্থাৎ, যদি আপনি চান—হোয়াটসঅ্যাপ-এর নোটিফিকেশন যেন কোনোভাবেই গুচ্ছাকারে সাজানো না হয়, তাহলে সেটিংসে গিয়ে তা বন্ধ করে দিতে পারবেন। বিশেষ করে, কোনো অ্যাপের নোটিফিকেশন বারবার ভুল ক্যাটাগরিতে গেলে এই অপশন বেশ কাজে দেবে।
কবে আসছে এই ফিচার? সব অ্যান্ড্রয়েড ১৬ ডিভাইসে কি চলবে?
অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, ২০২৫ সালের প্রথম প্রান্তিকেই অ্যান্ড্রয়েড ১৬-এর প্রথম ত্রৈমাসিক আপডেটে এই ফিচার আসতে পারে। তবে দুঃসংবাদ হলো—সব অ্যান্ড্রয়েড ১৬ ডিভাইসে এটি নাও চলতে পারে। কারণ, মিশাল রহমানের মতে, এই ফিচার নোটিফিকেশন অ্যাসিস্ট্যান্ট সার্ভিসের ওপর নির্ভরশীল, যা গুগলের নিজস্ব প্রযুক্তি এবং সব ডিভাইসে এটি ব্যবহারের অনুমতি নেই।
তবে এখনই হতাশ হওয়ার কিছু নেই। গুগল চাইলে ভবিষ্যতে এই ফিচারটি সব অ্যান্ড্রয়েড ১৬ ফোনেই চালু করতে পারে। আশা করা যায়, শিগগিরই ভালো খবর মিলবে।
আবির