
ছবি: সংগৃহীত
জিমেইল ব্যবহারকারীদের জন্য ইনবক্স ব্যবস্থাপনা আরও সহজ করতে নতুন ফিচার চালু করেছে গুগল। ‘ম্যানেজ সাবস্ক্রিপশনস’ নামের এই ফিচার ব্যবহারকারীদের সব ইমেইল সাবস্ক্রিপশনের তালিকা এক জায়গায় দেখার সুবিধা দেবে।
নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই জানতে পারবেন, কোন কোন ইমেইল সাবস্ক্রিপশনে যুক্ত আছেন এবং সাম্প্রতিক সময়ে সেইসব ঠিকানা থেকে কতগুলো ইমেইল পেয়েছেন। প্রতিটি সাবস্ক্রিপশনের পাশে থাকবে ‘আনসাবস্ক্রাইব’ বাটন, যেখানে চাপ দিলেই ব্যবহারকারীরা অবাঞ্ছিত ইমেইল যেমন—নিউজলেটার, অফার বা বিজ্ঞাপনমূলক মেইল থেকে সহজেই মুক্তি পেতে পারবেন। আনসাবস্ক্রাইব বাটনে চাপ দিলে গুগল সংশ্লিষ্ট প্রেরকের কাছে একটি অনুরোধ পাঠাবে, তবে সম্পূর্ণ কার্যকর হতে কিছুদিন সময় লাগতে পারে।
ফিচারটি ব্যবহার করতে জিমেইল অ্যাপের উপরের বাম দিকের নেভিগেশন মেনুতে গিয়ে নিচের দিকে স্ক্রল করলেই ‘ম্যানেজ সাবস্ক্রিপশনস’ অপশনটি দেখা যাবে, যা ‘ট্র্যাশ’ অপশনের ঠিক নিচে থাকবে।
গুগল এই ফিচারটি নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছিল। গত বছর থেকেই কিছু ব্যবহারকারী এই ফিচার দেখার দাবি করেছিলেন, যদিও সেসময় এটি ঠিকমতো কাজ করত না। এবার আনুষ্ঠানিকভাবে চালুর মাধ্যমে ফিচারটি ধাপে ধাপে সবার জন্য উন্মুক্ত হচ্ছে।
যদি এখনো এই অপশনটি না দেখেন, কয়েকদিন পর আবার চেষ্টা করতে বলা হয়েছে।
আবির