ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ফাইল পাঠানো যাবে আরও সহজে

প্রকাশিত: ২১:৩৩, ৮ জুলাই ২০২৫

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ফাইল পাঠানো যাবে আরও সহজে

ছবি: সংগৃহীত

জনপ্রিয় বার্তা আদান-প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার চালু করতে যাচ্ছে নতুন এক সুবিধা—ডকুমেন্ট স্ক্যানিং। এতে করে আর আলাদা স্ক্যানার অ্যাপ বা সফটওয়্যারের দরকার হবে না। স্মার্টফোনেই সহজেই যেকোনো কাগজপত্র স্ক্যান করে সরাসরি পাঠানো যাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেই।

দুইভাবে স্ক্যান করার সুযোগ

নতুন এই ফিচারে থাকছে দুটি মোড—ম্যানুয়াল এবং অটো। যারা প্রতিটি স্ক্যান নিজের মতো করে ঠিকঠাক করতে চান, তারা ব্যবহার করতে পারবেন ম্যানুয়াল মোড। অন্যদিকে, যারা দ্রুত কাজ শেষ করতে চান, তাদের জন্য রয়েছে অটো মোড, যা কাগজের প্রান্তগুলো স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে নিখুঁত স্ক্যান তৈরি করবে।

এই স্ক্যানিং প্রযুক্তিটি গুগলের নির্ভরযোগ্য এআই-ভিত্তিক অ্যাপি (API) ব্যবহার করে তৈরি, যা আগেও বিভিন্ন অ্যাপে স্ক্যানিং সুবিধা দিয়ে আসছে।

পেশাজীবীদের জন্য সময় সাশ্রয়কারী ফিচার

ছোটখাটো ব্যবসা, অফিসিয়াল কাজ, বা প্রকল্পভিত্তিক টিম কমিউনিকেশনে এই স্ক্যানিং ফিচার হতে পারে বিপুল কার্যকর। ইনভয়েস, সাইন করা চুক্তিপত্র কিংবা জরুরি কোনো কাগজ—সবকিছুই এখন হোয়াটসঅ্যাপ থেকেই স্ক্যান করে তাৎক্ষণিক পাঠানো যাবে, তাও পিডিএফ ফরম্যাটে।

বিশেষ করে যেসব গ্রুপ চ্যাট পেশাগত উদ্দেশ্যে তৈরি, সেসব ক্ষেত্রে এই ফিচার বাড়তি গতি ও সুবিধা এনে দেবে।

নিরাপত্তার ক্ষেত্রেও নিশ্চয়তা

ডকুমেন্ট স্ক্যানিংয়ের পর তা প্রেরণ করা হলে হোয়াটসঅ্যাপের অন্যান্য বার্তার মতোই সেটিও থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তিতে সুরক্ষিত। অর্থাৎ, ব্যবহারকারীর ব্যক্তিগত বা অফিসিয়াল নথি নিরাপদেই থাকবে—তৃতীয় পক্ষের হাতে পড়ার আশঙ্কা থাকবে না।

সুবিধাটি কবে থেকে পাওয়া যাবে?

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনো নির্দিষ্টভাবে জানানো হয়নি, কবে থেকে এই ফিচারটি সবার জন্য উন্মুক্ত হবে। তবে যেহেতু পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারীর কাছে এটি চালু করা হয়েছে, তাই খুব শিগগিরই এটি বিশ্বব্যাপী রোলআউট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্য স্ক্যানিং অ্যাপের বিকল্প?

অনেকে ইতিমধ্যে ক্যামস্ক্যানার বা অ্যাডোব স্ক্যানের মতো অ্যাপ ব্যবহার করেন। নতুন এই হোয়াটসঅ্যাপ ফিচার তাদের জন্য হতে পারে এক সহজ ও সংহত বিকল্প—একই অ্যাপ থেকেই বার্তা ও ডকুমেন্ট উভয় কাজ সেরে নেওয়ার সুবিধা।

 

সূত্র: https://3dvf.com/en/whatsapp-makes-sending-files-even-easier-with-this-new-option/

রাকিব

×