ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ছদ্মবেশে স্মার্টফোন থেকে ইমেইল, পাসওয়ার্ডসহ বার্তা ও ছবি চুরি করছে এই অ্যাপ

প্রকাশিত: ২১:০৬, ৮ জুলাই ২০২৫; আপডেট: ২১:০৭, ৮ জুলাই ২০২৫

ছদ্মবেশে স্মার্টফোন থেকে ইমেইল, পাসওয়ার্ডসহ বার্তা ও ছবি চুরি করছে এই অ্যাপ

ছবি: সংগৃহীত

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন এক বিপদ শনাক্ত করেছেন কানাডার সাইবার নিরাপত্তা গবেষক এরিক ডায়গল। তার দাবি, ‘ক্যাটওয়াচফুল’ নামের একটি অ্যাপ গোপনে ব্যবহারকারীর ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড, ছবি, বার্তা, কললিস্ট, এমনকি ফোনের অবস্থানও সংগ্রহ করছে। শুধু তা-ই নয়, অ্যাপটি ফোনের মাইক্রোফোন ও ক্যামেরা সক্রিয় করে আশপাশের শব্দ ও ছবি ধারণ করতে সক্ষম।

গবেষকের ভাষ্য, শিশুর স্মার্টফোনে নজরদারির জন্য তৈরি বলে দাবি করা হলেও ‘ক্যাটওয়াচফুল’ আদতে একটি স্টকারওয়্যার—যা ব্যবহারকারীর অজান্তে বিভিন্ন সংবেদনশীল তথ্য চুরি করে গুগলের ফায়ারবেস সার্ভারে পাঠিয়ে দেয়।

অ্যাপটি গুগল প্লে স্টোরে না থাকলেও বিভিন্ন ওয়েবসাইট বা লিঙ্ক থেকে ‘সাইডলোডিং’-এর মাধ্যমে এটি ফোনে ইনস্টল করা সম্ভব। একবার ইনস্টল হয়ে গেলে এটি নিজেকে ‘সিস্টেম অ্যাপ’ হিসেবে লুকিয়ে ফেলে, ফলে সাধারণ ব্যবহারকারীদের পক্ষে সহজে এটি শনাক্ত করা সম্ভব হয় না।

সতর্ক থাকার আহ্বান

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এমন অ্যাপ গোপনীয়তা ও ডিজিটাল নিরাপত্তার জন্য বড় হুমকি। ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হয়েছে ফোনে অজানা উৎস থেকে অ্যাপ ইনস্টল না করতে এবং যেকোনো অ্যাপ ব্যবহারের আগে নির্মাতার সম্পর্কে ভালোভাবে খোঁজ নেওয়ার জন্য।

বিশেষজ্ঞদের আরও পরামর্শ:

  • সন্দেহজনক অ্যাপ দ্রুত ফোন থেকে মুছে ফেলুন
  • অ্যাপ অনুমতিগুলো নিয়মিত পর্যালোচনা করুন
  • ফোনে অ্যান্টিভাইরাস বা সিকিউরিটি স্ক্যানার ব্যবহার করুন
  • অন্য ব্যবহারকারীদের রিভিউ ও রেটিং দেখে তবেই নতুন অ্যাপ ইনস্টল করুন

বর্তমানে স্টকারওয়্যার অ্যাপস বিশ্বব্যাপী নানা বিতর্কের জন্ম দিয়েছে। ব্যক্তিগত তথ্য চুরি ও নজরদারির মাধ্যমে এসব অ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তাকে গুরুতর ঝুঁকিতে ফেলছে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।


 

রাকিব

×