
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন আপনার মোবাইল ফোনে থাকা এমনকি আপলোড না করা ছবিও স্ক্যান করে এআই ব্যবহার করে নতুন কনটেন্ট তৈরির চেষ্টা করছে—এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ।
সতর্কবার্তা দিয়েছেন সাইবার এক্সপার্ট কেইটলিন সারিয়ান, ইনস্টাগ্রামে যিনি ‘@cybersecuritygirl’ নামে পরিচিত। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি জানান, ফেসবুক বর্তমানে অনেক ব্যবহারকারীর ক্যামেরা রোল থেকে ছবি সংগ্রহ করছে, যাতে এআই-নির্ভর স্টোরি বা পোস্ট সাজেশন দেওয়া যায়।
তিনি বলেন, ‘আমরা না জেনেই অনুমতি দিয়ে দিচ্ছি—ফেসবুক আমাদের ছবি, মুখাবয়ব, লোকেশন, টাইমস্ট্যাম্প এমনকি অন্যান্য ব্যক্তিগত তথ্য স্ক্যান করছে।’
কীভাবে হচ্ছে এই স্ক্যানিং?
ফেসবুক সম্প্রতি একটি নতুন ফিচার পরীক্ষা চালু করেছে, যেখানে কোনো স্টোরি বা পোস্ট দেওয়ার সময় একটি পপ-আপ আসে। সেখানে বলা হয়, ‘আপনার ক্যামেরা রোল থেকে সৃজনশীল কনটেন্ট সাজাতে চাই। এটি চালু করলে, আপনার ছবি ক্লাউডে আপলোড করে স্বয়ংক্রিয়ভাবে সাজেশন দেওয়া হবে।’
এই ক্লাউড প্রসেসিং চালু করলে, আপনি Meta-এর AI Terms of Service-এ সম্মত হচ্ছেন, যেখানে লেখা আছে:
‘আপনি সম্মতি দিলে আমরা আপনার ছবি ও মুখাবয়ব বিশ্লেষণ করতে পারব, ছবি সম্পাদনা করতে পারব এবং নতুন কনটেন্ট জেনারেট করতে পারব।’
কোন কোন তথ্য ব্যবহৃত হচ্ছে?
- ক্যামেরা রোলের ছবি ও ভিডিও
- লোকেশন ও সময়
- ফেসিয়াল ফিচার বা চেহারার গঠন
- ছবি বা ভিডিওতে কে আছে তা শনাক্ত করে কনটেন্ট সাজেশন
- AI বিশ্লেষণের জন্য সার্ভারে ছবি আপলোড
Meta বলছে, এই ফিচার সম্পূর্ণ অপশনাল বা opt-in। আপনি না চাইলে এটি চালু হবে না। তবে একবার অনুমতি দিলে তারা সেইসব ছবি নিয়ে AI মডেল তৈরি না করলেও কনটেন্ট সাজাতে ব্যবহার করতে পারবে।
কীভাবে নিরাপদ থাকবেন?
সাইবার বিশেষজ্ঞ সারিয়ানের পরামর্শ:
- ফেসবুক অ্যাপে যান →
- Menu > Settings & Privacy > Settings →
- সার্চ বক্সে লিখুন “camera roll sharing” →
- ‘Camera roll cloud processing’ অপশনটি বন্ধ করে দিন।
আরও নিরাপত্তার জন্য:
ফোনের Apps > Facebook > Photos সেটিংসে গিয়ে None বা Limited access দিন।
আপনি যদি ফেসবুক ব্যবহার করেন এবং ব্যক্তিগত ছবি নিরাপদ রাখতে চান, তবে এখনই ফোনের সেটিংস দেখে নিন। কেবল পোস্ট না করলেই হয় না, আপনার গ্যালারিতেই যে তথ্য রয়েছে, সেগুলোর উপরও নজর রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তা।
সূত্র: ডেইলি মেইল।
রাকিব