ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাচ্ছে? এই ৭টি সেটিংস বন্ধ করুন এখনই

প্রকাশিত: ১৮:৪১, ৮ জুলাই ২০২৫

ফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাচ্ছে? এই ৭টি সেটিংস বন্ধ করুন এখনই

ছবিঃ সংগৃহীত

স্মার্টফোন ব্যবহারকারীদের অন্যতম বড় সমস্যাগুলোর একটি হলো ব্যাটারির দ্রুত শেষ হয়ে যাওয়া। ফোন যত আধুনিক হচ্ছে, ততই বাড়ছে অ্যাপ, ফিচার এবং ব্যাকগ্রাউন্ড প্রসেস—যা ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ ফেলে। তবে কিছু সাধারণ সেটিংস বন্ধ করে আপনি এই সমস্যা অনেকটাই কমিয়ে আনতে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন, নিচের ৭টি সেটিংস বন্ধ করলে ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে অনেক বেশি সময় ধরে:

১. লোকেশন সার্ভিস (Location Services)

বেশিরভাগ অ্যাপ ডিফল্টভাবে লোকেশন অ্যাক্সেস চায়। কিন্তু সবসময় জিপিএস চালু থাকলে ব্যাটারি দ্রুত ফুরিয়ে যায়।
সেটিংস > Location > App Permissions-এ গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলোর লোকেশন অ্যাক্সেস বন্ধ করুন।

২. ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ (Background App Refresh)

অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডেটা রিফ্রেশ করতে থাকে, যা ব্যাটারির ওপর চাপ ফেলে।
Settings > Apps > Background usage থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড রিফ্রেশ বন্ধ করুন।

৩. অটো ব্রাইটনেস (Auto-Brightness)

এই ফিচারটি সুবিধাজনক হলেও, অধিক আলোতে স্ক্রিন উজ্জ্বল করে ব্যাটারি খরচ বাড়ায়।
Settings > Display > Brightness level-এ গিয়ে ম্যানুয়ালি একটি মাঝারি ব্রাইটনেস নির্ধারণ করুন।

৪. অ্যানিমেশন ও মোশন ইফেক্ট (Animations & Motion Effects)

ফোনে থাকা বিভিন্ন অ্যানিমেশন এবং ট্রানজিশন ব্যাটারি খরচ বাড়ায়।
Settings > Developer Options > Window/Transition animation scale কমিয়ে দিন বা বন্ধ করুন।

৫. অটোমেটিক অ্যাপ আপডেট (Auto App Updates)

অ্যাপগুলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হলে ব্যাকগ্রাউন্ডে ডেটা ও ব্যাটারি খরচ বাড়ে।
Play Store > Settings > Network Preferences > Auto-update apps-এ গিয়ে ‘Don’t auto-update apps’ সিলেক্ট করুন।

৬. ওয়াই-ফাই ও ব্লুটুথ সবসময় চালু রাখা

অপ্রয়োজনে ওয়াই-ফাই ও ব্লুটুথ চালু থাকলে এগুলো নেটওয়ার্ক বা ডিভাইস খুঁজতে থাকে, যা ব্যাটারি খরচ বাড়ায়।
প্রয়োজন না থাকলে এগুলো বন্ধ রাখুন।

৭. পুশ নোটিফিকেশন

অপ্রয়োজনীয় অ্যাপ থেকে আসা বারবারের নোটিফিকেশন ব্যাটারির ক্ষতি করে।
Settings > Notifications-এ গিয়ে কম গুরুত্বপূর্ণ অ্যাপগুলোর নোটিফিকেশন বন্ধ করুন।

স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে প্রযুক্তিগত উন্নতির পাশাপাশি সচেতন ব্যবহারই সবচেয়ে বড় ভূমিকা রাখে। তাই ব্যাটারি সেভ করতে উপরের সেটিংসগুলো নিয়মিত চেক করুন এবং প্রয়োজনমতো বন্ধ রাখুন।

ইমরান

×