ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে এল ‘ডকুমেন্ট স্ক্যান’ ফিচার, এখন স্ক্যান করতে পারবেন সরাসরি অ্যাপ থেকেই

প্রকাশিত: ১৮:১৫, ৮ জুলাই ২০২৫; আপডেট: ১৮:১৬, ৮ জুলাই ২০২৫

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে এল ‘ডকুমেন্ট স্ক্যান’ ফিচার, এখন স্ক্যান করতে পারবেন সরাসরি অ্যাপ থেকেই

ছবিঃ সংগৃহীত

হোয়াটসঅ্যাপ এবার অ্যান্ড্রয়েড বেটা ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে একটি নতুন ফিচার—ইন-অ্যাপ ডকুমেন্ট স্ক্যানিং, যা আইওএস ব্যবহারকারীরা কয়েক মাস ধরেই উপভোগ করে আসছেন। এই ফিচারটি এখন আলাদা কোনো স্ক্যানিং অ্যাপ ছাড়াই সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই ডকুমেন্ট স্ক্যান করার সুবিধা দিচ্ছে, ফলে অভিজ্ঞতাটি আরও সহজ ও সময়সাশ্রয়ী হয়ে উঠেছে।

নতুন এই ডকুমেন্ট স্ক্যানিং ফিচারটি প্রথম আবিষ্কৃত হয় WhatsApp beta for Android version 2.25.18.29-এ, যখন এটি প্রাথমিক পর্যায়ে উন্নয়নাধীন ছিল। এখন এটি সর্বসাধারণের পরীক্ষার জন্য উন্মুক্ত করা হয়েছে। গুগল প্লে স্টোর থেকে সর্বশেষ সংস্করণ ডাউনলোড করার পর অনেক বেটা ব্যবহারকারীই নতুন এই ফিচারটি পেয়েছেন বলে জানিয়েছেন।

সাম্প্রতিক আপডেটের পর, হোয়াটসঅ্যাপের attachment menu-তে যুক্ত হয়েছে একটি নতুন অপশন: ‘Scan Document’। এটি আগের ‘Browse Documents’ এবং ‘Choose from Gallery’ অপশনগুলোর পাশাপাশি প্রদর্শিত হচ্ছে। নতুন ফিচারটিতে ট্যাপ করলে ব্যবহারকারীর ফোনের ক্যামেরা চালু হয় এবং সেখান থেকেই ডকুমেন্টের ছবি তুলে সরাসরি শেয়ার করা যায়।

এই ফিচারে আছে দুইটি শুটিং মোড: ম্যানুয়াল এবং অটো। ম্যানুয়াল মোডে ব্যবহারকারী নিজে পছন্দ অনুযায়ী ছবিটি তুলতে পারেন, আর অটো মোডে হোয়াটসঅ্যাপ নিজেই ডকুমেন্টের প্রান্ত চিহ্নিত করে স্বয়ংক্রিয়ভাবে ছবি তোলে—ফলে পুরো স্ক্যানিং প্রক্রিয়াটি হয়ে ওঠে আরও মসৃণ ও সহজ।

ছবি তোলার পর হোয়াটসঅ্যাপ তাত্ক্ষণিকভাবে ছবিটি প্রসেস করে PDF ফরম্যাটে রূপান্তর করে ফেলে। ফলে এই ফাইলটি সহজেই ব্যক্তিগত চ্যাট বা গ্রুপে শেয়ার করা যায়। পুরো স্ক্যানিং ও কনভার্শন প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে ব্যবহারকারীর ফোনেই সম্পন্ন হয় এবং এতে ব্যবহৃত হচ্ছে অ্যান্ড্রয়েডের নেটিভ ডকুমেন্ট ক্যাপচার API

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি একটি কার্যকর সংযোজন, যা অফিসিয়াল ডকুমেন্ট স্ক্যান ও শেয়ারের অভিজ্ঞতাকে করে তুলবে আরও সহজ ও কার্যকর।

সূত্রঃ https://www.financialexpress.com/life/technology-whatsapp-is-adding-document-scanning-feature-on-android-heres-how-to-use-3896632/

ইমরান

×