ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপনের ঝড়! বিরক্তিকর এই ফিচার বন্ধ করবেন যেভাবে

প্রকাশিত: ১৩:৪৪, ৮ জুলাই ২০২৫

হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপনের ঝড়! বিরক্তিকর এই ফিচার বন্ধ করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

২০২৫ সালের জুন থেকে ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তার জগতে ঢুকে পড়েছে একটি নতুন বিতর্কিত ফিচার—হোয়াটসঅ্যাপে সরাসরি বিজ্ঞাপন! জনপ্রিয় মেসেজিং অ্যাপটি এখন যেন বিজ্ঞাপনের বিলবোর্ডে পরিণত হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন অনেকেই।

ব্যবহারকারীদের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের ফাঁকে হঠাৎ করে ভেসে উঠছে প্রোমোশনাল মেসেজ। কোনো সাইবার সিকিউরিটি কোম্পানির বিজ্ঞাপন হোক বা অন্য কোনো পণ্যের প্রচার—এমন বার্তা অনেকেরই মনঃপূত হয়নি। অনেকেই মনে করছেন, এটি ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তার ওপর সরাসরি হস্তক্ষেপ।

কীভাবে বন্ধ করবেন এই বিজ্ঞাপন?

ভয় পাওয়ার কিছু নেই, হোয়াটসঅ্যাপের ভেতরেই আছে সমাধান। খুব সহজেই এই বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করা সম্ভব।

ধাপগুলো নিচে দেওয়া হলো:

  • হোয়াটসঅ্যাপ অ্যাপে ‘WhatsApp’ নামে যে চ্যাট আছে, সেটি খুলুন।
  • উপরের ডান কোণায় তিনটি ডট আইকনে ক্লিক করুন।
  • ‘Block’ অপশনটি সিলেক্ট করুন এবং কনফার্ম করুন।

এভাবে ব্লক করলেই নতুন কোনো বিজ্ঞাপন আর আপনার কাছে পাঠাতে পারবে না হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত বার্তার শান্তি ফিরিয়ে আনতে এটি একটি কার্যকর উপায়।

বিকল্প উপায়: বিজ্ঞাপন না কাটলেও আড়ালে রাখা যায়

যদি একেবারে ব্লক করা কঠোর মনে হয়, তবে বিজ্ঞাপন বার্তাগুলোকে নিঃশব্দ ও অদৃশ্য করেও রাখা সম্ভব।

  • প্রথমেই সেই চ্যাটের নোটিফিকেশন বন্ধ করুন।
  • এরপর চাইলে সেই চ্যাট আর্কাইভ করে রাখতে পারেন, ফলে সেটি প্রধান চ্যাট লিস্টে আর দেখা যাবে না।

এই ছোট্ট ট্রিকগুলো এখনও অনেক ব্যবহারকারীর অজানা। অথচ এগুলোই আপনার মেসেজিং অভিজ্ঞতা রাখবে ঝামেলামুক্ত।

কেন পাঠানো হচ্ছে এই বিজ্ঞাপন?

বিশেষজ্ঞদের ধারণা, হোয়াটসঅ্যাপ তাদের পার্টনার কোম্পানিগুলোর সেবা প্রচারের উদ্দেশ্যে সীমিতভাবে এই বিজ্ঞাপন চালু করেছে। এখন পর্যন্ত মাত্র দুটি বিজ্ঞাপন পাঠানো হয়েছে, যা থেকে বোঝা যায় এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

তবে এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ভবিষ্যতের আয়ের নতুন পথ খুঁজে দেখতে চাইছে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

 

সূত্র: https://3dvf.com/en/too-much-advertising-on-whatsapp-heres-how-to-easily-disable-it/

রাকিব

×