ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

তারেক রহমানের বিরুদ্ধে কারো ষড়যন্ত্রই সফল হবে না: আব্দুল হালিম

আজিজুর রহমান চৌধুরী, জামালপুর

প্রকাশিত: ০৮:৪৮, ১৭ জুলাই ২০২৫

তারেক রহমানের বিরুদ্ধে কারো ষড়যন্ত্রই সফল হবে না: আব্দুল হালিম

ছবি: জনকণ্ঠ

মিটফোর্ডে চক্রান্তমূলকভাবে বিএনপি কর্মীকে হত্যা ঘটনায় জামায়াত ও এনসিপি নেতাকর্মীরা বিএনপির ওপর মিথ্যা অপবাদ দেওয়াসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বক্তব্য রাখার প্রতিবাদে ইসলামপুরের কুলকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে কুলকান্দি বাজার মাঠে বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী, সাবেক কেবিনেট সচিব এএসএম আব্দুল হালিম।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এএসএম আব্দুল হালিম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শে গড়া বিএনপি বহু আগে থেকেই বাংলাদেশে সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এই দলের বিরুদ্ধে ফ্যাসিবাদীরা বহু নির্যাতন ও ষড়যন্ত্র করেও রেহাই পায়নি। শেখ হাসিনা ও আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরাসহ গ্রামের মসজিদ থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা, জেলা ও কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা পালিয়েছে দেশ ছেড়ে, এলাকা ছেড়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান বর্তমানে অত্যন্ত সুযোগ্য ও পরিপক্ক একজন বিচক্ষণ রাজনৈতিক নেতা। তিনি তার বাবার মতোই দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়িয়েছেন এ দেশের মা-মাটি-মানুষকে আপন করে নিতে। তিনি এখন বিএনপিসহ দেশের গণতন্ত্রকামী সকল মানুষের ভালোবাসার জায়গায় স্থান করে নিয়েছেন। দেশের মানুষ আজ গণতন্ত্রের মুক্তির জন্য সকল নির্যাতন, অন্যায়-অবিচার উপেক্ষা করে তারেক রহমানের আশায় তাকিয়ে আছে। তারেক রহমানের বিরুদ্ধে কারো ষড়যন্ত্রই সফল হবে না। তিনি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের মাঝে আসবেন বীরের বেশে ফিরে।

এছাড়াও প্রধান অতিথির বক্তব্যে এএসএম আব্দুল হালিম আরো বলেন, আমি বিগত ১৭ বছর রাজপথের আন্দোলনে সক্রিয় থাকায় ফ্যাসিস্ট দোসরদের ১৪টি মিথ্যা মামলার আসামি হয়েছি। তবুও কখনো থেমে যাইনি। আজও দলের কাজ করে যাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ হৃদয়ে ধারণ করি বলেই বিএনপি নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আমি জামালপুর-২ ইসলামপুর আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে এমপি প্রার্থী হতে ইচ্ছুক। বিএনপির মনোনয়ন বোর্ডের বিজ্ঞ রাজনৈতিক দায়িত্বশীলগণ যদি আমাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেন তাহলে আমার বিশ্বাস ইসলামপুরবাসী অবশ্যই আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ব্যবধানে বিজয়ী করবেন। আর আমি বিজয়ী হলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সদা সচেষ্ট থাকবো। সেই সাথে যমুনা ও ব্রহ্মপুত্র নদ-নদী বিধৌত ইসলামপুরের প্রধান সমস্যা নদীভাঙন প্রতিরোধে টেকসই উন্নয়ন প্রক্রিয়া নিশ্চিত করবো। ইসলামপুরের সর্বত্র সুচিকিৎসা নিশ্চিত করতে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ ও উচ্চ শিক্ষার মান উন্নয়নে ইসলামপুরের মাটিতে আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এছাড়াও ইসলামপুরের পূর্বাঞ্চলে ইপিজেড স্থাপন করে নারী শিক্ষার উন্নয়ন, নারী-পুরুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং গুঠাইল অঞ্চলে বিশাল নৌ-বন্দর স্থাপনের মাধ্যমে বাণিজ্যের প্রসার ঘটানো হবে। সেই সাথে সারা ইসলামপুরের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও গ্রামীণ অবকাঠামোর বৈপ্লবিক উন্নয়নে সর্বক্ষেত্রে শতভাগ সততা ও ন্যায়নিষ্ঠতা নিশ্চিত করা হবে।

ইসলামপুরের কুলকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আওয়াল খান লোহানী, ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি হেলাল উদ্দীন সাদ্দাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিক সলিম।

ইসলামপুরের কুলকান্দি ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাকিউল ইসলাম তিব্বত, ওয়ারেছ আলী, আজিজুর রহমান চৌধুরী, সরোয়ার আলম বিপুল, মনিরুল করিম, রফিকুল ইসলাম তারা, এনামুল করিম ডেবিট, নাজমুল হাসান কায়েশ, জুনায়েদ হোসেন সাব্বির, নুরুল ইসলাম নুরু, হারুনুর রশিদ সেলিম, রুহুল আজিম খোকন প্রমুখ।

মুমু ২

×