ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

বাকেরগঞ্জে পৌর কর্তৃপক্ষের উদ্যোগে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সংস্কার

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ০৮:৫০, ১৭ জুলাই ২০২৫; আপডেট: ০৮:৫১, ১৭ জুলাই ২০২৫

বাকেরগঞ্জে পৌর কর্তৃপক্ষের উদ্যোগে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সংস্কার

ছবি: জনকণ্ঠ

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার উদ্যোগে সড়কের ফুটপাত দখলমুক্ত করে এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

পৌর প্রশাসক রুমানা আফরোজ এর নির্দেশে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি)  তন্ময় হালদার। 

গতকাল ১৫ জুলাই (মঙ্গলবার) ও আজ ১৬ জুলাই (বুধবার) পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে ফুটপাতে গড়ে ওঠা বেশ কয়েকটি দোকান ও অস্থায়ী স্থাপনা ভেঙে ফেলা হয়। এবং সেখানে বালু ফেলে ইট সলিং রাস্তা নির্মাণ করে জনসাধারণের জন্য ফুটপাত তৈরি করা হয়েছে।

পৌরসভার প্রশাসক রুমানা আফরোজ জানান, দীর্ঘদিন ধরে বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে  সড়কের ফুটপাত অবৈধভাবে দখল করে রেখেছিল কিছু ব্যবসায়ী ও হকার। এতে পথচারীরা সড়কের উপর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছিল, ফলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

এদিকে উচ্ছেদ অভিযানের পাশাপাশি ফুটপাত সংস্কার কাজ করা হয়েছে। এতে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করে জানান, অনেক দিন পর তারা ফুটপাতে হাঁটার সুযোগ পাচ্ছেন।

পৌর কর্তৃপক্ষ জানায়, শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় সকল নাগরিকের সহযোগিতা কাম্য।

সাব্বির

×