ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মেকানিক্স অনলাইনে সমস্যার সমাধান

আইটি প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৩, ২০ আগস্ট ২০২২

মেকানিক্স অনলাইনে সমস্যার সমাধান

পৃথিবীজুড়ে চলা প্রযুক্তি বিপ্লব দিন দিন জোরদার হচ্ছে

পৃথিবীজুড়ে চলা প্রযুক্তি বিপ্লব দিন দিন জোরদার হচ্ছেআগামী দিনের দৈনন্দিন সব কাজ করতে প্রযুক্তি আপনাকে সহযোগিতা করবেঘরে বসেই যেমন আপনি পেয়ে যাবেন নিত্য প্রয়োজনীয় সামগ্রী তেমনি আর বাড়ি কিংবা অফিসের যাবতীয় প্রযুক্তিগত সমস্যার সমাধান এখন খুব সহজেই পাওয়া যায়মেকানিক্সবর্তমানে দেশের অন্যতম অনলাইন সার্ভিস স্টার্টআপ প্লাটফর্ম

প্রতিষ্ঠানটি গ্রাহকের চাহিদা অনুযায়ী সপ্তাহে ৭ দিন ও ২৪ ঘণ্টা সার্বক্ষণিক সার্ভিস রিকোয়েস্ট ও কাস্টমার কেয়ার সুবিধা দিয়ে যাচ্ছেবিভিন্ন সার্ভিসেস কোম্পানি যখন লোকাল ভেন্ডর কিংবা থার্ড পার্টি দিয়ে কাজ করিয়ে সার্ভিসের কোয়ালিটি নষ্ট করছে কিংবা অনাকাক্সিক্ষত দুর্ঘটনা সৃষ্টি করছে সেখানে মেকানিক্সের রয়েছে নিজস্ব এ্যাপয়েন্টেড ও ভেরিফাইড টেকনিশিয়ান, যারা ঢাকা ও ঢাকার বাইরে সবচেয়ে দ্রুত ও বিশ্বস্ততার সঙ্গে কর্পোরেট ও রিটেল সেবা দিয়ে যাচ্ছেএদের টেকনিশিয়ানরা ইন্স্যুরেন্স কাভারেজের অন্তর্ভুক্ত তাই যে কোন ধরনের অনাকাক্সিক্ষত ঘটনাতে তারা ইন্স্যুরেন্স সুবিধা নিশ্চিত করে

২০২০ সালে মেকানিক্সের পথযাত্রা শুরুমেকানিক্সের পথচলাও সুগম ছিল না, দীর্ঘ দুই বছরে অনেক টানাপোড়েনের শেষে আজ নিজেদের গল্প সাজিয়েছে মেকানিক্সসেই গল্প আপনাদের নিয়েই, যেখানে সঠিক ও দ্রুত সেবা নিয়ে নিশ্চিন্তে থাকবেন আপনিও

শুধুমাত্র এসি সার্ভিসিং নয় খুব শীঘ্রই আমরা আবাসিক ও কর্পোরেটের জন্য অন্যান্য সার্ভিস যেমন ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং, অফিস/হোম ক্লিনিং, পানির ফ্লিটার ক্লিনিং, লিফট/জেনারেটর সার্ভিসিংসহ কন্সট্রাকশন বিল্ডিংয়ের ইলেক্ট্রনিক কন্সাল্টেন্সি সার্ভিস এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডের গিজার, ফ্যান ও এসি নিয়ে বাজারে আসবে

মেকানিক্সের ২ বছর পূর্তি উপলক্ষে তারাা ইতোমধ্যেই গ্রাহকদের জন্য নিয়ে এসেছে মেম্বারশিপ কার্ডএক ঝাঁক স্বপ্নবাজদের নিয়ে দেশের প্রতিটি বিভাগে বিভিন্ন ধরনের সার্ভিস সুবিধা, দক্ষ মানবসম্পদ তৈরি, পাশাপাশি একটি ট্রেনিং সেন্টারের মাধ্যমে ইলেক্ট্রনিকস বিষয়ক ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেশের ও দেশের বাহিরের যুবসমাজকে মেধা বিকাশের সুযোগ করে দেয়াই আমাদের লক্ষ্যমেকানিক্সের জনসংযোগ বিভাগ জানায়, আগামী বছর (২০২৩) থেকে মেকানিক্সের গ্রাহকরা পাবেন নিজস্ব এ্যাপসের সুবিধা

তাছাড়া লোকাল পেমেন্ট গেটওয়ে, মেকানিক্স টিমের এক্সপেরিয়েন্স, রেটিং, কাজের সময় নির্ধারণসহ বিভিন্ন মতামত দিতে পারবেন আমাদের এ্যাপসেআমাদের এ্যাপস ও ওয়েবসাইট (https://mechanix.bi“) থেকে গ্রাহকরা খুব সহজেই বিভিন্ন সার্ভিস ও পণ্যের অর্ডারের পাশাপাশি ইলেকট্রনিক্স পণ্য কেনাকাটাও করতে পারবে

আইটি প্রতিবেদক

×