ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

কাবার উপরে সরাসরি সূর্যের অবস্থান কিসের আলামত ?

প্রকাশিত: ১৫:০৩, ১৬ জুলাই ২০২৫

কাবার উপরে সরাসরি সূর্যের অবস্থান কিসের আলামত ?

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কা নগরীতে ঘটেছে একটি বিরল ও তাৎপর্যপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। সূর্য ঠিক পবিত্র কাবা শরিফের ওপর অবস্থান করায় সেই সময় কাবার আশেপাশে কোনো ছায়া পড়েনি। এই মুহূর্তটি পৃথিবীর যেকোনো জায়গা থেকে কিবলা নির্ধারণের এক অনন্য সুযোগ এনে দেয় বিশ্বের মুসলিমদের জন্য।

জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি এক বিবৃতিতে জানায়, এ দিন সূর্য সরাসরি কাবার সঙ্গে উলম্বভাবে অবস্থান করছিল, ফলে মক্কায় কাবার আশপাশের সব ছায়া অদৃশ্য হয়ে যায়। এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাটি “সোলার জেনিথ” নামে পরিচিত এবং সাধারণত বছরে দুবার ঘটে—মে মাসের শেষের দিকে এবং জুলাইয়ের মাঝামাঝি সময়ে। এই সময় সূর্য কর্কট ক্রান্তি থেকে দক্ষিণ দিকে এগিয়ে এসে মক্কার ২১.৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর অবস্থান নেয়।

 

 


জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানান, এই সূর্য-কেন্দ্রিকতা কেবল একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয়, বরং এটি ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি সময়। কারণ, এই মুহূর্তে সূর্যের আলো সরাসরি কাবার উপর পড়ে, ফলে যেসব স্থানে সূর্য দৃশ্যমান, সেখান থেকে সূর্যের দিকে মুখ করলেই নিখুঁতভাবে কিবলার দিক নির্ধারণ করা যায়।

তিনি আরও বলেন,
"এই ঘটনাটি আধুনিক প্রযুক্তি ছাড়াই বিশ্বের মুসলিমদের জন্য সঠিক কিবলা নির্ধারণের দুর্লভ একটি সুযোগ এনে দেয়।"

 

 

বিশ্বের বহু মুসল্লি যারা কম্পাস বা মোবাইল অ্যাপ ব্যবহার না করেই নামাজ আদায় করতে চান, তাদের জন্য এটি ছিল এক দুর্লভ মুহূর্ত। এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাটি ধর্মীয় অনুভূতি ও বিজ্ঞানের এক অসাধারণ মিলন, যা প্রতি বছর মাত্র দুবার ঘটে।
 

ছামিয়া

×