
কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও মিডিয়া সমন্বয়ক আবু হানিফ বলেছেন, 'আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য বাংলাদেশের আনাচে-কানাচে ছাত্র-জনতাকে অভিযান চালাতে হবে। এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে'।
বুধবার (১৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত গণপদযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে জেলা শহরের শহীদী মসজিদের সামনের সড়কে জেলা গণঅধিকার পরিষদ প্রতিবাদী এই সমাবেশের আয়োজন করে। এতে অন্যদেন মধ্যে জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অভি চোধুরী ছাড়াও সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তৃতায় আওয়ামী লীগকে উদ্দেশ্যে আবু হানিফ বলেন, কয়েক মাস আপনারা শান্তিতে ছিলেন। গ্রামের বাসায় একটি কথা রয়েছে—‘সুখে থাকলে ভূতে কিলায়’। আজ গোপালগঞ্জের এনসিপির প্রোগ্রামে হামলা করেছেন। তার খেসারত আপনাদেরকে দিতে হবে। আজকের পর থেকে ছাত্র-জনতা মিলে সারাদেশে আওয়ামী লীগকে প্রতিহত করাসহ নিশ্চিহ্ন করার অভিযান চালাতে হবে।
এর আগে জেলা শহরের পুরানথানায় টিনপট্টিস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি গণপদযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা শহীদী মসজিদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
আসিফ