ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

বিপদেও আলহামদুলিল্লাহ কেন পড়বেন?

প্রকাশিত: ০৬:৩৮, ১৯ মার্চ ২০২৫

বিপদেও আলহামদুলিল্লাহ কেন পড়বেন?

ছবি: সংগৃহীত

ঈমানদারদের হতাশা, ভাববো এর বিষয়টি দূর করতে হবে। মানসিকতার পরিবর্তন আনতে হবে।

দুনিয়া ও জান্নাত এক নয়‌। এই দুনিয়ায় সব ইচ্ছামতো ও পরিকল্পনা মতো হলে জান্নাতের সাথে পার্থক্য থাকবে না। এক্সপেক্টেশন বা আকাঙ্ক্ষা রেখে সেটা না পেলে হতাশ হওয়া যাবে না।

আশেপাশের অন্যান্য অনেকের থেকে আমরা অনেক ভালো আছি এইটা ভাবতে হবে। নিজের অভাব গুলোকে ছোট করে দেখে, নিয়ামত ও প্রাপ্তি গুলোর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে। মনে প্রাণে বিশ্বাস করতে হবে আমার জন্য সবচেয়ে উত্তম পরিকল্পনা আল্লাহ তাআলাই করবেন। তিনি সর্বদ্রষ্টা, সব কিছুর পালনকর্তা।

সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া করা ও সন্তুষ্ট থাকার চর্চা করতে হবে। একই পরিস্থিতিতে অনেকের হয়তো আরো খারাপ অবস্থা হয়েছে, তাদের তুলনায় আপনি ভালো আছেন এজন্য শুকরিয়া করতে হবে। দুনিয়ায় সবকিছু পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। মানুষের ভালো থাকার জন্য তার মানসিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

"ধনের আধিক্য হলে ধনী হয় না, অন্তরের ধনীই প্রকৃত ধনী।"

যে ব্যক্তি চিন্তা করে; আমার চেয়ে অভাবে বা দুঃখে কতো মানুষ আছে, এবং এইজন্য সন্তুষ্ট থাকে সেই আসল ধনী মানুষ, বড় মনের মানুষ এবং আল্লাহর পছন্দের মানুষ। আর যদি মনে করে আমার চেয়ে বেশি সম্পদ অমুকের, বেশি খ্যাতি অমুকের তাহলে সে কখনোই মানসিক পরিতৃপ্তি পাবে না এবং আল্লাহর কাছের মানুষ হতে পারবে না।

কারো কথায় কষ্ট পেলে, সে কীভাবে বলতে পারল এমন ভাবা উচিত নয়। আশার ব্যতিক্রম কিছু হবে দেখেই এটা দুনিয়া, জান্নাত নয়। সবকিছুকে সহজ ও ইতিবাচক ভাবে নেওয়া, এটি হলো সুখে থাকার প্রধান উপায়।

সবকিছু যদি মনমতো হয় তাহলে সবরের প্রশ্ন আসত না। যখন একই পরিশ্রম করে একই ব্যয় করেও আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না, অন্য একজন পাবে তখনই আসে সবরের বিষয়। এই অবস্থাতেও আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, শুকরিয়া আদায় করতে হবে।

সকল অশান্তির দুটি মূল বিষয় হলো: ১. মানুষের সাথে নিজের তুলনা করা, ২. মানুষের কাছ থেকে আশা রাখা‌।

মানুষের কাছ থেকে বেশি আশা রাখা উচিত না, সেটি যে সম্পর্কই হোক না কেন। কেউ বেঈমানি করলে আলহামদুলিল্লাহ বলতে হবে। কারণ আল্লাহ আপনাকে সঠি রাস্তা দেখিয়ে দিয়েছেন। এখন বুঝতে না পারলে পরে আরো বড় ক্ষতিও হতে পারতো। বেশিরভাগ অশান্তির সমাধান করা যায় শুধুমাত্র মানসিকতার পরিবর্তনের মাধ্যমে।

সূত্র: https://www.facebook.com/share/v/15RVFgTARN/

মায়মুনা

×