
ছবিঃ সংগৃহীত
শায়খ আহমাদুল্লাহ তার এক মাহফিলে প্রশ্নোত্তর পর্বে একজন দর্শকের রোজার নিয়ত সম্পর্কের প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রশ্নটি ছিলো রোজার নিয়ত মুখে বলতে হবে নাকি।
উত্তরে তিনি বলেন, সব ইবাদতের জন্য নিয়ত জরুরি। কিন্ত নিয়ত করা জরুরি, বলা জরুরি না। নিয়ত করা এক জিনিস আর বলা আরেক জিনিস৷ মুখে নিয়ত বলে, আর অন্তরে নিয়ত করে৷ ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ। নামাজ বা রোজার জন্য নিয়ত ফরজ। কিন্ত নিয়ত বলা ফরজ না। ভোররাতে সেহরি খেতে উঠা হইছে পরের দিন রোজা রাখার জন্য, এটাই নিয়ত। আলাদা করে মুখে বলার দরকার হয়না।
রিফাত