ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন

চাইলে খায়রুল হককে আগেই গ্রেফতার করতে পারতো সরকার

প্রকাশিত: ১২:৩৮, ২৪ জুলাই ২০২৫

চাইলে খায়রুল হককে আগেই গ্রেফতার করতে পারতো সরকার

ইচ্ছা করলে সরকার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে আগেই গ্রেফতার করতে পারতো বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে খায়রুল হককে গ্রেফতারের খবরে এক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘দেরিতে হলেও গ্রেফতার করায় সরকারকে ধন্যবাদ। খায়রুল হকের বিচার এমনভাবে করতে হবে যেন দেশের মানুষ বুঝতে পারে বিচারবিভাগ ধংস করলে কী পরিণত হয়।’

বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গণতন্ত্র হত্যা ও শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর প্রধান আর্কিটেক্ট খায়রুল হক। তার এমন শাস্তি হওয়া উচিত, যেন ভবিষ্যতে নতুন কোনো খায়রুল হকের জন্ম না হয়।’

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এদিন সকাল ৮টার দিকে ধানমন্ডি থেকে খায়রুল হককে গ্রেফতার করে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসেবে রাজনৈতিকভাবে সমালোচিত খায়রুল হক। আওয়ামী লীগ সরকারের শেষ সময় তিনি ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন।

 

 

সানজানা

×