ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

সুনামগঞ্জে এনসিপির পদযাত্রায় নাহিদ ইসলাম

ফিটনেসবিহীন রাষ্ট্রব্যবস্থা তরুণদের ঘাড়ে চাপিয়েছে হাসিনা সরকার

এস এম মিজান, সুনামগঞ্জ 

প্রকাশিত: ১৬:৩১, ২৫ জুলাই ২০২৫

ফিটনেসবিহীন রাষ্ট্রব্যবস্থা তরুণদের ঘাড়ে চাপিয়েছে হাসিনা সরকার

ছবি: দৈনিক জনকণ্ঠ।

দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোকে ‘ফিটনেসবিহীন রাষ্ট্রব্যবস্থা’ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “গত ১৫ বছরে শেখ হাসিনা সরকার একটি ভঙ্গুর ও অকার্যকর রাষ্ট্র তরুণ প্রজন্মের কাঁধে চাপিয়ে দিয়ে গেছে।”

তিনি বলেন, “এই ভেঙে পড়া রাষ্ট্রকে মেরামত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সচল, স্বচ্ছ ও গণমুখী রাষ্ট্র গড়াই এখন সময়ের দাবি।”

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির ২৫তম দিনে শহরের ট্র্যাফিক পয়েন্টে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জুমার নামাজ শেষে সুনামগঞ্জ সদর মডেল মসজিদের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ট্র্যাফিক পয়েন্টে এসে শেষ হয়।

নাহিদ ইসলাম আরও বলেন, “এই রাষ্ট্রব্যবস্থা এখন কোনো কল্পনা নয়—একটি বাস্তব বিপর্যয়। প্রশাসন, নীতিনির্ধারণী প্রতিষ্ঠান ও আইনের কার্যকারিতা হারিয়ে ফেলেছে। এই বাস্তবতা মেরামতের সংগ্রাম নিয়েই এনসিপি মাঠে নেমেছে।”

তিনি বলেন, “আমাদের লড়াই মুজিববাদ এবং ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে। এই লড়াই শুরু হয়েছিল জুলাই-আগস্টের অভ্যুত্থানের পথ বেয়ে। এখনো আমরা সেই পথেই আছি, কারণ আমাদের স্বপ্নের নতুন বাংলাদেশ এখনো আসেনি।”

এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায় এর সঞ্চালনায়, সভায় বক্তব্য রাখেন, সদস্য সচিব আক্তার হোসেন, এনসিপির মুখ্য সংগঠক(দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম  আহ্বায়ক সামান্তা শারমিন , যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, সদস্যসচিব নাহিদা সারোয়ার নিপা, সুনামগঞ্জ  জেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাজাউর রাজা সুমন সহ কেন্দ্রীয় নেতারা।

সুনামগঞ্জ  প্রসঙ্গে তিনি বলেন, সুনামগঞ্জ শান্তির শহর, কবি, গায়ক, ও মরমীদের শহর এই সুনামগঞ্জ। শিক্ষা চিকিৎসা ক্ষেত্রে সুনামগঞ্জকে সবার সম্মিলিত চেষ্টায় এগিয়ে নিতে হবে। 

এ সময় তারা সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান।

পথসভায় বক্তারা বলেন, “এনসিপির আন্দোলন স্মরণ, শ্রদ্ধা ও সংলাপকে ভিত্তি করে গড়ে উঠছে। এনসিপি জনগণের সঙ্গে সংলাপের মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে পথে নেমেছে।”

প্রসঙ্গত, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি মাসব্যাপী চলবে এবং দেশের প্রতিটি বিভাগে গিয়ে জনগণকে সরাসরি সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে এনসিপির।

মিরাজ খান

×