
ছবি: দৈনিক জনকণ্ঠ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হচ্ছে জাতির প্রত্যাশা পূরণের নির্বাচন। গোটা জাতি আগামীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। এজন্য রুকনগণকে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ত্যাগ-কুরবানী স্বীকার করতে হবে।
২৫ জুলাই জুমআ বার নীলফামারী জেলার ৪টি সংসদীয় আসনের রুকনদের (পুরুষ ও মহিলা) নিয়ে জেলা জামায়াতের বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাওার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সদ্য কারামুক্ত মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তি, জামায়াতের নিবন্ধন এবং দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়া আগামী নির্বাচনে জামায়াতের জন্য একটি শুভ ইঙ্গিত। পতিত ফ্যাসিবাদের বিদায়ের পর দেশবাসী দুর্নীতি মুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বুনছে। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি দেশবাসীর স্বপ্ন এবং জুলাই’২৪ এর শহীদদের রক্তের মূল্য পরিশোধে জানমালের সর্বোচ্চ কুরবানির মাধ্যমে রুকনদেরকে ভূমিকা পালনের আহ্বান জানান।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম ও জনাব আব্দুর রশীদ।
এছাড়াও জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী জেলার চারটি আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীগণ ও উপজেলা আমীরবৃন্দ উপস্থিত ছিলেন।
মিরাজ খান