ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম

আগামী জাতীয় নির্বাচন হচ্ছে জাতির প্রত্যাশা পূরণের নির্বাচন

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ১৯:০৮, ২৫ জুলাই ২০২৫

আগামী জাতীয়  নির্বাচন হচ্ছে জাতির প্রত্যাশা পূরণের নির্বাচন

ছবি: জনকণ্ঠ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, আগামী জাতীয়  নির্বাচন হচ্ছে জাতীর প্রত্যাশা পূরণের নির্বাচন। জাতি জামায়াতের দিকে তাকিয়ে আছে। জামায়াত আগামীতে নতুন  বাংলাদেশ গড়বে নতুন ভাবে। এজন্য অতীতের সকল সময়ের চেয়ে অনেক বেশি ত্যাগ ও কুরবানী শিকার করতে হবে আমাদের। তিনি বলেন এ টি এম আজাহার  ভাইয়ের মুক্তি, জামায়াতের নিবন্ধন এবং প্রতীক ফিরে পাওয়া আগামী নির্বাচনে জামায়াতের জন্য একটি শুভ ইঙ্গিত বহন করছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকালে নীলফামারীর জলঢাকার আল ফালহ্ একাডেমিতে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা জলঢাকা শাখার বিশেষ রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর- দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম ও আব্দুর রশীদ। রুকন সম্মেলনে জেলা জামায়াতের নায়েবে আমীর ড.খারুরুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামসহ নীলফামারী জেলার ৪টি আসনের সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা আমিররা উপস্থিত ছিলেন।

সাব্বির

×