ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

বিএনপি ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠন করবে: এম এ মালিক

মোঃ এমদাদ হোসেন ভুঁইয়া, সিলেট 

প্রকাশিত: ১৬:৪১, ২৫ জুলাই ২০২৫

বিএনপি ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠন করবে: এম এ মালিক

ছবি: জনকণ্ঠ

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে বাজারের দোকানপাটসহ সকলের নিকট বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। লিফলেট বিতরণ শেষে বক্তব্যে তিনি জানান বিএনপি ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠন করবে। 

লিফলেট বিতরণের পর মোগলাবাজার ইউনিয়নের বর্তমান সভাপতি আলতাফ হোসেন  ও সাবেক ইউনিয়ন সভাপতি নামড় উদ্দিনের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় এম এ মালিক বলেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এবং লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন হবে। তারেক রহমান দেশে ফিরে আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন।

তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন বলেন বিএনপি জননেতা আলহাজ্ব এম এ মালিক নির্বাচনে মনোনয়ন দিলে মোগলাবাজার ইউনিয়ন বিএনপি এম এ মালিকের সমর্থন অঙ্গিকার ব্যক্ত করেন। 

এম এ মালিকের সাথে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা বিএনপির সদস্য শাহআলম, মোগালাবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নামড় উদ্দিন, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দসহ প্রমুখ।

×