
ছবি: সংগৃহীত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতাকে হাতুড়ি পেটা করে গুরুত্বর আহত করেছে ছাত্রদলের প্রতিপক্ষের নেতাকর্মীরা। এরমধ্যে একজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ছাত্রদল নেতাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে গুরুত্বর আহত বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার অভিযোগ করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে আগৈলঝাড়া ফিলিং ষ্টেশন সংলগ্নস্থানে বসে উপজেলা ছাত্রদল যুগ্ন আহবায়ক নাইমউল ইসলামের নেতৃত্বে তার সহযোগী হাসান সরদার ও শাওন ফকিরসহ অন্যান্যরা তার ওপর হামলা চালায়।
এসময় হামলাকারীরা হাতুড়ি পেটা করে তাকে (রুবেল) রক্তাক্ত জখম করে। হামলাকারীদের বাঁধা দিতে গেলে বাগধা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুহিম মিয়াকেও পিটিয়ে আহত করা হয়।
হামলার অভিযোগের ব্যাপারে জানতে উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নাইমউল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে অপর অভিযুক্ত ছাত্রদল নেতা হাসান সরদার বলেন, রুবেল হাওলাদার পূর্ব বিরোধের জেরধরে আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে হামলা চালাতে এসেছিলো। একটু পরে দেখি রুবেল মাটিতে পরে রয়েছে। এরমধ্যে কে তাকে মারধর করেছে তা আমি নিজ চোখে দেখিনি।
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলেই পৌঁছার পূর্বেই হামলাকারীরা দ্রæত সটকে পরেছে। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আসিফ