ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

জামায়াত আর এনসিপির মধ্যে ঘনিষ্ঠতা অনেক: হুম্মাম কাদের চৌধুরী 

প্রকাশিত: ১২:৩৫, ২৫ জুলাই ২০২৫

জামায়াত আর এনসিপির মধ্যে ঘনিষ্ঠতা অনেক: হুম্মাম কাদের চৌধুরী 

ছবিঃ হুম্মাম কাদের চৌধুরী

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন নতুন দলের উত্থান ও বিভিন্ন রাজনৈতিক স্টেকহোল্ডারদের নিয়ে চলমান আলোচনা বাড়ছে। এরই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে গণমাধ্যম ও টকশোতে নানা বিতর্ক চলছে।

সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

তাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশে এখন অনেকগুলো রাজনৈতিক দল হয়েছে। বিশেষ করে বারবার যে বিষয়গুলো আলোচনায় আসে, এনসিপি এনসিপি যারা আন্দোলনের স্টেকহোল্ডার তাদেরই একটা পার্ট। এর আগে একটা টকশোতে দেখলাম যে এনসিপির এক নেতা যে টকশোতে আপনিও অতিথি ছিলেন, সেখানে বলছিলো যে নির্বাচনের ৩০০ সিটের জায়গায়  সংস্কার করে ৪০০ সিট হলে তারা প্রায় ৩০০ সিট পেতে পারে। তাহলে বিএনপি কি আগামীর বিরোধী দল? 

এর উত্তরে তিনি বলেন, "আপনি যেহেতু এই টকশোটার কথা বললেন আমি একটু এখানে ব্যাখ্যা দিয়ে রাখি। আমাদের কালচার, আমাদের টকশো কালচারের মধ্যে এই মারামারি, কামড়াকামড়ি এটা একটা নরমাল হয়ে গেছে। সবাই আমারে ওই প্রোগ্রামের পর বললো যে আপনি ঠিকমতো ধরেননাই কেনো? আমি বললাম যে ভাই উনার যেটা বলার ছিলো উনি বলেছে, আমি শুনেছি সবকিছুয়ে রিয়্যাক্ট করতে হয়না। আর তারা নতুন নতুন মাঠে এসেছে তাদের চিন্তাধারা কি ওটাও আমাদের জানা দরকার আছে। উনি আমাকে বললো যে বিএনপি ৫০ থেকে ১০০ সিট পাবে। আমি উনাকে বারবার একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম যেটার উত্তর তিনি দেননি। আমি ওটার পরে এনসিপির অন্যান্য নেতাদেরও জিজ্ঞেস করলাম ভাই তোমাদের হিসাবটা কি? আমরা যেহেতু ওপেনলি আলোচনা করছি। কিন্তু জবাব দিতে পারলোনা।" 

হোস্টের এক প্রশ্নের জবাবে—বিএনপি যদি সরকারি দল হয়, তাহলে বিরোধী দলে কারা থাকবে—তিনি বলেন, "বিরোধী দল তো অনেকগুলি আছে। আপনি দেখেন আমরা কিন্তু একটা সময় অনেক বড় জোটের সাথে কাজ করতাম। জোটটা বেশ কিছুদিন হয়ে গেছে ওটা ডিসলভ হয়ে গেছে। আমরা এখন সামনে কাদের সাথে জোট করবো ওটা নিয়েও একটা বিবেচনা আছে। তার সাথে সাথে আপনি জামায়াতে ইসলামী একটা বড় দল আছে। তারাও আশা করি নির্বাচন করবে। ৩০০ সিটের থেকে নির্বাচন করবে। এনসিপি আছে তারাও হয়তো নির্বাচন করবে। যদি তারা তাদের রেজিষ্ট্রেশন পেয়ে যায়৷ আশা করছি এই দলগুলি, পরবর্তীতে কি হয় আমরা তো জানিনা। হয়তো তারাও হয়তো একটা জোট করে নির্বাচনে আসতে পারে৷ আমরা তো যা দেখছি যে ঘনিষ্ঠতা অনেক। জামাত আর এনসিপির মধ্যে ঘনিষ্ঠতা অনেক। মনে করছি যে তাদেরকে একটা জোট হিসেবেই দেখবো।"

সূত্রঃ https://youtu.be/ljvtNzJsQRc?si=3Ok0j3UrIptZGyYg
 

নোভা

×