ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

সূরা লোকমানের আয়াত দিয়ে যে উদাহরণ দিলেন হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত: ১২:১৮, ২৪ জুলাই ২০২৫

সূরা লোকমানের আয়াত দিয়ে যে উদাহরণ দিলেন হাসনাত আবদুল্লাহ

জুলাই পথযাত্রা উপলক্ষে কুমিল্লায় আয়োজিত এক জনসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংগঠনের কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র বক্তব্য দেন। তিনি বলেন, সূরা লুকমানের একটা আয়াতের অর্থ হচ্ছে, তোমরা অহংকার করো না, দম্ভ করো না। যারা দম্ভ করে মাটিতে হাঁটে, আল্লাহ তাদের অপছন্দ করেন। আল্লাহ তাদের ধ্বংস করে দেন। আমরা সেটার প্রমাণ পেয়েছি হাসিনাকে ধ্বংস করার মধ্য দিয়ে। 

তিনি আরও বলেন, হাসিনা দম্ভ করে বলেছিল, কুমিল্লা নামের আগে যেহেতু ‘কু’ রয়েছে, এই কুমিল্লার নামে বিভাগ হবে না। আমরা হাসিনাকে উৎখাত করে আবার বলছি—বিভাগ হবেই, কুমিল্লা নামেই বিভাগ হবে।

সভায় উপস্থিত হাজারো জনতার উদ্দেশ্যে তিনি কুমিল্লার উন্নয়ন বঞ্চনার চিত্র তুলে ধরে বলেন, “কুমিল্লার মানুষ রেমিট্যান্স যোদ্ধা। তারা নিজেদের উদ্যোগে উন্নয়ন গড়ে তুলেছে, রাষ্ট্র তাদের কিছু দেয়নি বরং বঞ্চনা করেছে। রাস্তাঘাট থেকে অবকাঠামো—সবই হয়েছে নিজেদের পয়সায়। অথচ রাষ্ট্রীয় বিনিয়োগে হয়েছে অপচয়, যেমন কুমিল্লার ফ্লাইওভার, যা জ্যাম কমাতে ব্যর্থ হয়েছে।”

বক্তব্যে তিনি আরও বলেন, “আপনি বিএনপি করতে পারেন, জামায়াত করতে পারেন, আমাদের আপত্তি নেই। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা মেনে নেওয়া হবে না। কুমিল্লায় যারা ফ্যাসিবাদবিরোধী, তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি, জামায়াত—যারাই হোন, কুমিল্লার স্বার্থে সবাইকে একসঙ্গে আসতে হবে।”

বক্তব্যের শেষভাগে তিনি কুমিল্লাবাসীর ঐতিহাসিক প্রতিরোধের কথা স্মরণ করে বলেন, "আন্দোলনের সময় সর্বপ্রথম কিন্তু ১১ই জুলাই কুমিল্লার রাস্তা থেকে প্রতিরোধ গড়ে উঠেছিল। কুমিল্লায় সর্বপ্রথম আক্রমণ করা হয়েছিল। হাসিনার সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ছিল কুমিল্লা। হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা। অথচ ফেরাউন পয়দা হয়েছে ঢাকায়, মূসা পয়দা হয়েছে কুমিল্লায়। হাসিনার পতন শুরু হবে এখান থেকেই।”

সানজানা

×