
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, “অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডসহ ফ্যাসিস্ট শাসনামলে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান করতে হবে।”
তিনি বুধবার (৯ জুলাই) বিকেলে জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজিত জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়া, জেলা কর্মপরিষদ সদস্য ইলিয়াস মোল্লা, দেওয়ান খোরশেদ আলম এবং মাওলানা আশরাফুল ইসলাম।
শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন পিরোজপুরের শহীদ ইমরানের পিতা সালেহ আহমদ এবং শহীদ মেহেদী হাসানের পিতা মো. সানাউল্লাহ। আহতদের মধ্যে উপস্থিত ছিলেন বায়েজিদ, মেহেদী, আশিক, রাজু মণ্ডল, মাসুম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, “সাবেক সরকার জনগণের বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ করেছিল। ভবিষ্যতে যেন কেউ আর স্বৈরাচারীভাবে রাষ্ট্র পরিচালনা করতে না পারে, সেজন্য সংবিধানে কাঠামোগত পরিবর্তন আনা জরুরি।”
তারা আরও বলেন, “জুলুম-নির্যাতনের বিরুদ্ধে জনগণের রুখে দাঁড়ানোর মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।”
আসিফ