
ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগর ছাত্রদলের আওতাধীন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে আজ মঙ্গলবার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের সূচনায় জাতীয় পতাকা ও ছাত্রদলের দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
কর্মী সম্মেলনের প্রধান অতিথি ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফর বলেন, “গত ১৬ বছর ধরে ছাত্রদল ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার ছিল। ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানোসহ নিরাপদ, গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রদল কাজ করছে।”
জুলাই মাসের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “এটি কোনো একক নেতার নেতৃত্বে হয়নি, বরং ছাত্রদলের দীর্ঘদিনের আন্দোলনের ফসল।” তিনি অভিযোগ করেন, “বর্তমানে অনেকেই গণআন্দোলনের চেতনা বিক্রি করে চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে লিপ্ত হয়েছেন, যা আন্দোলনের মূল চেতনার পরিপন্থী।”
তিনি আরও বলেন, ছাত্রদলকে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক ও গবেষণামূলক কর্মকাণ্ডে পাশে থাকতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার ভিত্তিতে একটি মানবিক, ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় ছাত্রদলের ভূমিকা আরও জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সম্মেলন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ গেট থেকে শুরু হয়ে গাজীপুর চৌরাস্তা গিয়ে শেষ হয়। মিছিল থেকে সাম্য হত্যার দ্রুত বিচার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করা হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম। সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন, দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন এবং সহ-দপ্তর সম্পাদক মোবারক হোসেন রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মুহাম্মদ ওমর ফারুক