ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সংস্কার চাই

হাসিবুল হাসান ভূঁইয়া

প্রকাশিত: ১৮:০২, ১১ জুলাই ২০২৫

সংস্কার চাই

নান্দাইলের ব্যস্ততম পয়েন্ট হলো ভোরাঘাট। বিভিন্ন রুটের যানবাহন চলাচল এই সড়কে। ভোরাঘাট থেকে চারদিকে ৩টি সড়ক বিস্তৃত। ভোরাঘাট থেকে জামতলা হয়ে কিশোরগঞ্জ, ভোরাঘাট থেকে সিংরইল হয়ে নান্দাইল এবং ভোরাঘাট থেকে নান্দাইল হয়ে ময়মনসিংহ। প্রতিদিন প্রায় হাজারো শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও পথচারীদের যাতায়াত এই স্থানে। একটি ভাঙা ব্রিজ থাকলেও নেই দুইপাশে কোনো রেলিং, মাঝখানে হয়ে গিয়েছে ফুটা এবং দুটি অটোরিক্সা একসঙ্গে যাতায়াত করতে পারে না। হাজারো মানুষ এই ব্যস্ততম রাস্তা পার হচ্ছে কোনো প্রকার নিরাপত্তা ছাড়াই। তাই ব্যস্ততম সড়কটিতে প্রাণের নিরাপত্তা সময়ের দাবি। সিংরইলবাসীর বহুদিনের দাবি একটি প্রশস্ত ব্রিজ নির্মাণ। প্রশাসনের এ ব্যাপারে নেই কোনো নজরদারি বরং তারা নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। কয়েকবার এই সেতুর দাবিতে আন্দোলন চালিয়েছে জনবাসী, তবে বিপরীতে পাওয়া যায়নি কোনো ইতিবাচক প্রতিক্রিয়া। বর্তমানে সড়কে চলাচলের নিরাপত্তা যেন একজন পথচারীর নিজ দায়িত্ব। নিজেদের প্রাণের নিরাপত্তা অনুভব করলেও তাদের নিরাপত্তার জন্য নেই কোনো জরুরি পদক্ষেপ। এ অবস্থায় এভাবেই চলতে থাকলে ক্রমে বেড়েই চলবে ভোরাঘাট সড়কে দুর্ঘটনা, থেকে যাবে পথচারীদের নিরাপত্তাহীনতা। তাই এ ব্যাপারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। সঙ্গে প্রয়োজন কিছু ইতিবাচক প্রতিক্রিয়া ও কার্যক্রম যাতে নিশ্চিত হবে সিংরইলবাসীর প্রাণের নিরাপত্তা এবং বজায় থাকবে সড়কে সুস্থ চলাচল।

হাসিবুল হাসান ভূঁইয়া
ওয়ালী নেওয়াজ খান কলেজ, কিশোরগঞ্জ

প্যানেল/মো.

×