ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

তিমির সঙ্গে কথা!

বিবিসি

প্রকাশিত: ০০:৪২, ২৫ জুলাই ২০২৫

তিমির সঙ্গে কথা!

তিমি মাছের কথাকে রেকর্ড করা হয়

এআই কী করতে পারে তার ফের বিরাট উদাহরণ সামনে উঠে এলো। এই পরীক্ষা করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিল একদল মানুষ। আলাস্কা সাগরে জলের নিচে টানা ২০ মিনিট ধরে একটি তিমি মাছের সঙ্গে কথা বললেন এক ব্যক্তি। একদল বিজ্ঞানীরা বহুদিন ধরে এই কাজটি করার চেষ্টা করছিলেন। তাদের প্রধান ছিল চিকিৎসক ব্রেন্ডা ম্যাককোয়ান। 
এই পরীক্ষা করা সহজ ছিল না। কারণ যদি বেগতিক হয়ে যেত তা হলে তিমি মাছের আক্রমণে প্রাণ যেতে পারত এক চিকিৎসকের। তবে তিনি অতি সাবধানী পদক্ষেপ ফেলে ধীরে ধীরে এই অসম্ভবকে সম্ভব করে তোলেন। 
জলের নিচে একটি মাইক্রোফোনকে ব্যবহার করা হয়। সেখানে তিমি মাছের কথাকে রেকর্ড করা হয়। নিমেষে সেই কথা মানুষকে বুঝিয়ে দেয় এআই। এরপর তাকে পাল্টা মানুষের কথা তিমির ভাষায় বুঝিয়ে দেয় এআই। এমন করেই টানা ২০ মিনিট ধরে মানুষের সঙ্গে তিমি মাছের কথাবার্তা চলে। তিমিরা যে ভাষায় গান করে তাকেও সহজে বুঝিয়ে দেয় এআই। - বিবিসি

প্যানেল হু

×