ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা: যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত: ১৭:১৮, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা: যৌথবাহিনীর অভিযান শুরু

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে হামলার ঘটনায় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী—পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী—অভিযানে নামে। এর আগে দুপুরে স্থানীয় প্রশাসন গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে। বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে হঠাৎ মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হয়ে মঞ্চে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা। তারা সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার ভাঙচুরের পাশাপাশি এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

এ ঘটনার পর এনসিপির কয়েকজন শীর্ষ নেতা নিরাপত্তার স্বার্থে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। তাদের দাবি, তাদের গাড়িবহরের একটি অংশ মাদারীপুরের উদ্দেশে রওনা দিলেও হামলার আশঙ্কায় অন্য অংশ আটকে গেছে।

সংঘর্ষের সময় পুলিশ ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের ইটপাটকেল নিক্ষেপ এবং একাধিক গাড়ি ভাঙচুর করতে দেখা গেছে।

শিহাব

আরো পড়ুন  

×